বার্বাডোজ়: দীর্ঘ ১৭ বছর। ২০০৭ সালের পর ২০২৪। ফের টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারত। আর ফাইনালের সেরা ক্রিকেটারের স্বীকৃতি পেয়ে বিরাট ঘোষণা করলেন বিরাট কোহলি (Virat Kohli)। জানিয়ে দিলেন, এটা শুধু তাঁর শেষ টি-২০ বিশ্বকাপই (T20 World Cup) নয়, শেষ আন্তর্জাতিক টি-২০-ও।
গোটা টুর্নামেন্টে ৭ ম্যাচে করেছিলেন ৭৫ রান। ফাইনালে করলেন ৫৯ বলে ৭৬। দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ভারত। ম্যাচের সেরা হয়েছেন কোহলি। ম্যাচের সেরার পুরস্কার নিয়ে কোহলি বলেন, 'এটাই আমার শেষ টি-২০ বিশ্বকাপ ছিল। এটাই আমরা অর্জন করতে চেয়েছিলাম। একদিন মনে হয় আমি এক রানও পাব না আর তারপর এরকমই হয়। ঈশ্বর মহান। এইরকম পরিস্থিতি, এরকম মরণ-বাঁচন পরিস্থিতিতে সেরাটা দিতে পারা ভাগ্যের ব্যাপার।'
তখনও পর্যন্ত মনে হয়েছিল, বিরাট হয়তো পরের টি-২০ বিশ্বকাপে না খেলার কথা বলছেন। কিন্তু এরপরই বিরাট বলেন, 'ভারতের জার্সিতে এটাই আমার শেষ টি-২০ ম্যাচ। আমরা ট্রফিটা জিততে চেয়েছিলাম। হ্যাঁ এটা সকলেই জানে যে, আমরা বিশ্বকাপটা জিততে চেয়েছিলাম। আমরা হেরে গেলে যে এই অবসরের ঘোষণা করতাম না, তা নয়। টি-২০ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া এবার পরের প্রজন্মের দায়িত্ব। আমাদের দীর্ঘদিন অপেক্ষা করতে হল। আইসিসি ট্রফি জেতার জন্য। রোহিতের এটা নবম টি-২০ বিশ্বকাপ ছিল। আমার ষষ্ঠ। ও এই ট্রফিটা জেতার যোগ্য।'
সব মিলিয়ে ১২৫টি টি-২০ ম্যাচ খেললেন কোহলি। ১১৭ ইনিংসে করেছেন ৪১৮৮ রান। একটি সেঞ্চুরিও রয়েছে কোহলির। সর্বোচ্চ ইনিংস অপরাজিত ১২২ রান। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে নিজের শেষ ম্যাচে একটি রেকর্ডও গড়লেন কোহলি। মোট ১৬ বার ম্যাচের সেরার পুরস্কার পেলেন তিনি। ভেঙে দিলেন সতীর্থ সূর্যকুমার যাদবের রেকর্ড। সূর্যকুমার ১৫বার ম্যাচের সেরার পুরস্কার জিতেছেন। কোহলি জিতলেন একবার বেশি।
আরও পড়ুন: ফাইনালের শাপমুক্তি ভারতের, রুদ্ধশ্বাস ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিন ভারত
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।