ব্রিজটাউন (বার্বাডোজ) - গতবার একদিনের বিশ্বকাপ তোলা হয়নি হাতে। আক্ষেপ ছিলই। কিন্তু, বহু প্রশংসিত হয়েছে রোহিত শর্মার অধিনায়কত্ব। সামনে দাঁড়িয়ে থেকে দলকে যেভাবে নেতৃত্ব দিয়েছেন তিনি, তাতে মুগ্ধ হয়েছেন ভারতীয় ক্রিকেটের আপামর ভক্তকূল। এমনকী ব্যাটিংয়েও নিজে ঝুঁকি নিয়ে ভাল খেলেছেন, দলেও এগিয়ে এসেছে তাঁর পাশে। আর সেই ধারা বজায় রেখেই এবার কিস্তিমাত টিম ইন্ডিয়ার। টি২০ বিশ্বকাপ জিতে নিল রোহিতের নেতৃত্বে। স্বভাবতই খুশি হিটম্যান। জয়ের পর তিনি বললেন, 'বিশ্বকাপ জিতে বিদায় জানানোর থেকে ভাল আর কিছু হতে পারে না।'


বার্বাডোজে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে দ্বিতীয় বারের জন্য টি২০-তে বিশ্বজয়ী হয়েছে ভারত। ১৫৯ ইনিংসে ৪২৩১ রান করে এই ফর্ম্যাটে সেরা রান সংগ্রহকারী রোহিত। এর পাশাপাশি তিনি ক্রিকেটের এই ক্ষুদ্রতম সংস্করণে সর্বাধিক শতরানের মালিকও। ৫টি। ভারতের দুই টি২০ বিশ্বকাপ জয়ের সঙ্গেই জড়িয়ে তাঁর নাম। প্রথমটা ছিল ২০০৭ সালে, যেবার প্রথম টি২০ বিশ্বকাপ আয়োজিত হয়। এরপর এবার।


ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রোহিত বলেন, "আমি যখন ভেতর থেকে মনে করি যে এটা ঠিক, তখনই আমি সেটা করার চেষ্টা করি এবং করিও। দলকে নেতৃত্ব দেওয়ার সময়ও সেটাই আমার স্বভাব। আমি যেটা ভেতর থেকে অনুভব করি সেটাই করতে চাই। অতীত ও ভবিষ্যই নিয়ে বেশি ভাবি না। আমি ভাবতে পারিনি যে, টি২০ থেকে অবসর নেব। কিন্তু, সেরকম পরিস্থিতি এসেছে এবং আমার মনে হয় এটাই নিখুঁত সময়। বিশ্বকাপ জিতে বিদায় জানানোর থেকে ভাল আর কিছু হতে পারে না।"  


ভারতীয় দলের দুই সবথেকে অভিজ্ঞ ক্রিকেটার তথা তারকা। একজন টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024) জয়ের পরে সাক্ষাৎকারেই মাঠেই জানিয়ে দিয়েছিলেন তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিতে চলেছেন। তিনি বিরাট কোহলি। ঠিক কয়েক মিনিটের ব্যবধান। বিরাটের পথে হেঁটেই বিশ্বজয়ের পরেই কুড়ি ওভারের ফর্ম্যাটকে বিদায় জানালেন সদ্য বিশ্বচ্যাম্পিয়ন হওয়া অধিনায়ক রোহিত শর্মাও (Rohit Sharma)। 'এটাই আমারও শেষ ম্যাচ ছিল', বিশ্বজয়ের পরেই সাংবাদিক বৈঠকে জানিয়ে দেন রোহিত শর্মা। তিনি যোগ করেন, 'আমি যবে থেকে এই ফর্ম্যাটটা খেলা শুরু করেছি, তবে থেকে প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। এটাই এবার বিদায় জানানোর সেরা সময়। এটাই, এই কাপ জিততেই আমি চেয়েছিলাম।' এরপরেই মহতারকাকে করতালির মাধ্যমে গোটা মিডিয়ারুম বাহবা জানায়। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।