সেন্ট লুসিয়া: এই ম্যাচটাকে বলা হচ্ছিল, অস্ট্রেলিয়ার কাছে মরণ-বাঁচন লড়াই। আগের ম্যাচে আফগানিস্তানের কাছে হেরে যাওয়ার পর অস্ট্রেলিয়ার সেমিফাইনাল ভবিষ্যৎ নিয়ে উঠে গিয়েছিল গুরুতর প্রশ্ন।


অস্ট্রেলিয়ার (IND vs AUS) সেমিফাইনাল ভাগ্যকে খাদের কিনারায় দাঁড় করিয়ে দিল ভারত। সেই সঙ্গে ওয়ান ডে বিশ্বকাপ ও তারও আগে টেস্ট বিশ্বচ্যাম্পিয়নশিপের ফাইনালেও অস্ট্রেলিয়ার কাছে হারের প্রতিশোধও কি নিয়ে ফেলল ভারত? অস্ট্রেলিয়ার শেষ চারের স্বপ্নকে বিপন্ন করে তুলে! সেন্ট লুসিয়ায় ২৪ রানে মিচেল মার্শদের (Mitchell Marsh) হারাল টিম ইন্ডিয়া। টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) সুপার এইট পর্বের ৩ ম্যাচের সবকটি জিতে ৬ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে পৌঁছে গেল ভারত। আর ৩ ম্যাচের শেষে অস্ট্রেলিয়া দাঁড়িয়ে ২ পয়েন্টে। তাদের সেমিফাইনালের দরজা খুলবে কি না, নির্ভর করছে আফগানিস্তান ও বাংলাদেশ ম্যাচের ফলাফলের ওপর। আফগানিস্তান সেই ম্যাচে জিতে গেলে অস্ট্রেলিয়ার স্বপ্নের সলিল সমাধি। ম্যাচটি কোনও কারণে বৃষ্টিতে ভেস্তে গিয়ে পয়েন্ট ভাগাভাগি হয়ে গেলেও কপাল পুড়বে অস্ট্রেলিয়ার। সেক্ষেত্রে আফগানিস্তান ৩ পয়েন্টে পৌঁছে যাবে। মিচেল মার্শরা একমাত্র শেষ চারে যেতে পারে যদি বাংলাদেশ আফগানিস্তানের বিরুদ্ধে জেতে। সেই জয়ও এমন হতে হবে, যাতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। অর্থাৎ, নাজমুল হোসেন শান্তদের এমন ব্যবধানে জিততে হবে যে, নেট রান রেটে যেন অস্ট্রেলিয়াকে ছাপিয়ে না যায়। আবার আফগানিস্তানের নেট রান রেটও যাতে কম থাকে। সেক্ষেত্রে অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও বাংলাদেশ, তিন দলেরই পয়েন্ট হবে ২। রান রেটে যে দল এগিয়ে থাকবে, তারাই খেলবে সেমিফাইনালে।


ভারত চলতি টি-২০ বিশ্বকাপে অপরাজিত রইল। সুপার এইটে তিন ম্যাচই জিতে সেমিফাইনালে ইংল্যান্ডের সামনে পড়ল ভারত। যারা অন্য গ্রুপে দ্বিতীয় স্থানে শেষ করেছে। অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও বাংলাদেশের মধ্যে যে দল সেমিফাইনালে যাবে, তারা মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার।


ম্যাচের প্রথমার্ধ ছিল রোহিত শর্মার। ইনিংস ওপেন করতে নেমে ৪১ বলে করলেন ৯২ রান। টি-২০ বিশ্বকাপে নিজের সেরা স্কোর। ভারত প্রথমে ব্যাট করে তোলে ২০৫/৫। জবাবে ১৮১/৭ স্কোরে আটকে গেল অস্ট্রেলিয়া। একমাত্র ভয় ধরাচ্ছিলেন ট্র্যাভিস হেড। বারবার যিনি ভারতের দুঃস্বপ্ন হয়ে উঠেছেন। এদিন ৪৩ বলে ৭৬ রান করলেন। যশপ্রীত বুমরা ফেরালেন তাঁকে।


অর্শদীপ সিংহের ৩ উইকেট। ২ উইকেট কুলদীপ যাদবের। একটি করে উইকেট পেয়েছেন বুমরা ও অক্ষর।


আরও পড়ুন: গোল করে আকাশের দিকে হাত তুলে কাকে খোঁজেন মেসি? জন্মদিনে অজানা গল্প


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।