নয়াদিল্লি: এক ফ্রেমে ভারতীয় দলের প্রাক্তন, বর্তমানরা। মহেন্দ্র সিংহ ধোনি, বিরাট কোহলি এবং রোহিত শর্মা, তিন ভারতীয় মহাতারকা ক্রিকেটার একসঙ্গে ফ্রেমবন্দি! শুধু তাই নয়, তাঁরা আবার বলিউডের বিখ্যাত গানের ছন্দে কোমরও দোলাচ্ছেন! অবিশ্বাস্য মনে হলেও, এমনই এক ভিডিও পোস্ট করেছেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার ঋষভ পন্থ (Rishabh Pant)।


দিন দু'য়েক আগেই বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) সুপার এইটের লড়াই দুরন্ত জয় পেয়েছিল টিম ইন্ডিয়া। তারপরেই নিজের সোশ্যাল মিডিয়ায় পন্থ তারকা ত্রয়ী নাচের একটি ভিডিও পোস্ট করেন। তবে ভিডিও আসলে একটি মিম। সেই ভিডিওতে এক বলিউড গানে ধোনি, কোহলিদের এআই দ্বারা তৈরি চরিত্ররা নাচ করেন। সেই ভিডিওটিই পন্থ শেয়ার করেন।


 






 


তবে ভিডিও শেয়ার করার জন্য পন্থ তাঁর সিনিয়রদের থেকে ক্ষমাও চেয়ে নেন বটে। পন্থ এই মজাদার ভিডিও পোস্ট করে তাঁর ক্যাপশনে লেখেন, 'সব দাদাদের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে আমায় এই ভিডিওটা পোস্ট করতেই হত। আমার হয়ে যিনি এই স্ক্রিন রেকর্ডিংটা করেছেন, তাকে ধন্যবাদ।' ভারতীয় দল সুপার এইটে বাংলাদেশের বিরুদ্ধে জয়ে টিম ইন্ডিয়ার তারকাদের আনন্দে আত্মহারা হওয়া বোঝাতেই এই নাচের ভিডিওটি তৈরি করা হয় বলে অনুমান।


ওপার বাংলার দলের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ভারতীয় দল নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটের বিনিময়ে ১৯৬ রান তোলে। বিরাট কোহলি ও ঋষভ পন্থ যথাক্রমে ব্যাট হাতে ৩৭ ও ৩৬ রানের ইনিংস খেলেন। তবে হার্দিক পাণ্ড্য সর্বাধিক ৫০ রান করেন। জবাবে বাংলাদেশের হয়ে কোনও ব্যাটারই খুব একটা বড় রান করতে পারেননি। অধিনায়ক নাজমুল হোসেন শান্তই সর্বাধিক ৪০ রানের ইনিংস খেলেন। তবে কুলদীপের ভেল্কিতে ১৪৬ রানেই থেমে যায় বাংলাদেশের ইনিংস। এই জয়ে ভারতীয় দল সেমিফাইনালের পথে এক পা বাড়িয়েই রেখেছে। তবে অস্ট্রেলিয়াকে হারিয়ে নিজেদের অপরাজিত দৌড় অব্যাহত রাখার লক্ষ্যে আজ মাঠে নামবে টিম ইন্ডিয়া।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: জিম্বাবোয়ের বিরুদ্ধে নেতৃত্বে গিল, দুরন্ত আইপিএল মরশুমের পুরস্কার পেলেন চার তরুণ