IND Vs BAN Live: কুলদীপের ঘূর্ণিতে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ, ব্যাটে-বলে ম্যাচের সেরা হার্দিক

T20 World Cup Live Score: বাংলাদেশের বিরুদ্ধে আজ নামছে ভারত। জিতলেই সেমিফাইনালের টিকিট কার্যত নিশ্চিত করে ফেলবেন রোহিত শর্মারা।

ABP Ananda Last Updated: 22 Jun 2024 11:23 PM
IND Vs BAN Live: ২০ ওভারে ১৪৬/৮ স্কোরে আটকে গেল বাংলাদেশ

বুমরার বলে রিশাদ আউট। ২০ ওভারে ১৪৬/৮ স্কোরে আটকে গেল বাংলাদেশ। ৫০ রানে ম্যাচ জিতে কার্যত সেমিফাইনালে পৌঁছে গেলেন রোহিতরা।

T20 World Cup Live Score: ৪০ রান করে ফিরলেন নাজমুল

ঘাতক বুমরা। ৩২ বলে ৪০ রান করে ফিরলেন নাজমুল। ১৬ ওভারের শেষে বাংলাদেশের স্কোর ১১০/৫।

India vs Bangladesh Live: কুলদীপ ফেরালেন শাকিব আল হাসানকে

ফের ঘাতক কুলদীপ। ফেরালেন শাকিব আল হাসানকে (১১)। ১৪ ওভারের শেষে বাংলাদেশের স্কোর ১০০/৪।

IND Vs BAN Live: ৪ রান করে এলবিডব্লিউ তৌহিদ হৃদয়

কুলদীপের বলে ৪ রান করে এলবিডব্লিউ তৌহিদ হৃদয়। ১১.১ ওভারে বাংলাদেশের স্কোর ৭৬/৩।

T20 World Cup Live Score: আউট তানজিদ

২৯ রান করে কুলদীপ যাদবের বলে লেগবিফোর হয়ে ফিরলেন তানজিদ হাসান। বাংলাদেশের স্কোর ৯.৪ ওভারে ৬৬/২।

IND Vs BAN Live: ১৩ রান করে ফিরলেন লিটন

হার্দিকের বলে ১৩ রান করে ফিরলেন লিটন। বুমরার বলে ২৪ রানে থাকা তাঞ্জিদের ক্যাচ ফেললেন পন্থ। ৬ ওভারের শেষে বাংলাদেশের স্কোর ৪২/১।

T20 World Cup Live Score: ৪ ওভারের শেষে বাংলাদেশের স্কোর ২৭/০

৪ ওভারের শেষে বাংলাদেশের স্কোর ২৭/০। ক্রিজে লিটন ও তাঞ্জিদ।

India vs Bangladesh Live: ভারতের রানকে দুশোর দোরগোড়ায় নিয়ে যান হার্দিকই

ভারতের রানকে দুশোর দোরগোড়ায় নিয়ে যান হার্দিকই। চলতি টি-২০ বিশ্বকাপে এটাই ভারতের সর্বোচ্চ স্কোর। ভারতীয় বোলারদের বিরুদ্ধে এবার পরীক্ষা বাংলাদেশের ব্যাটিংয়ের।

T20 World Cup Live Score: ২০ ওভারে ভারত তুলল ১৯৬/৫

২৭ বলে ৫০ রানে অপরাজিত রইলেন হার্দিক। ২০ ওভারে ভারত তুলল ১৯৬/৫।

T20 World Cup Live Score: ১৮ ওভারের শেষে ভারতের স্কোর ১৭০/৫

২৪ বলে ৩৪ রান করে ফিরলেন দুবে। ১৮ ওভারের শেষে ভারতের স্কোর ১৭০/৫।

T20 World Cup Live Score: ১৬ ওভারে ভারতের স্কোর ১৪৬/৪

১৬ ওভারে ভারতের স্কোর ১৪৬/৪। ক্রিজে হার্দিক পাণ্ড্য ও শিবম দুবে।

India vs Bangladesh Live: স্যুইচ হিট মারতে গিয়ে আউট পন্থ

রিশাদের এক ওভারে ছক্কা ও চার পন্থের। ২৪ বলে ৩৬ রান করে স্যুইচ হিট মারতে গিয়ে আউট পন্থ। ১১.৪ ওভারে ভারতের স্কোর ১০৮/৪।

IND Vs BAN Live: মুস্তাফিজুরকে একই ওভারে জোড়া চার ও এক ছক্কা পন্থের

মুস্তাফিজুরকে একই ওভারে জোড়া চার ও এক ছক্কা পন্থের। ১১ ওভারের শেষে ভারতের স্কোর ৯৭/৩।

IND Vs BAN Live: ৮.৩ ওভারে ভারতের স্কোর ৭৭/৩

তাঞ্জিমের প্রথম বলেই ছক্কা মেরেছিলেন সূর্যকুমার যাদব। পরের বলেই কট বিহাইন্ড। ৮.৩ ওভারে ভারতের স্কোর ৭৭/৩।

T20 World Cup Live Score: তাঞ্জিমের বলে বোল্ড কোহলি

২৮ বলে ৩৭ রান করে তাঞ্জিমের বলে বোল্ড কোহলি। ৮.১ ওভারে ভারতের স্কোর ৭১/১।

India vs Bangladesh Live: পাওয়ার প্লে-র ৬ ওভারের শেষে ভারতের স্কোর ৫৩/১

মুস্তাফিজুরকে ছয় মারলেন কোহলি। পাওয়ার প্লে-র ৬ ওভারের শেষে ভারতের স্কোর ৫৩/১।

India vs Bangladesh Live: ১১ বলে ২৩ রান করে আউট রোহিত

শাকিবকে ছয় ও চার মারার পর ফের আগ্রাসী শট খেলতে গিয়ে আউট রোহিত (১১ বলে ২৩ রান)। ৪ ওভারের শেষে ভারতের স্কোর ৩৯/১।

IND Vs BAN Live: ২ ওভারের শেষে ভারতের স্কোর ১৫/০

দ্বিতীয় ওভারে বল করতে এলেন শাকিব আল হাসান। তাঁকে ছক্কা মারলেন কোহলি। ২ ওভারের শেষে ভারতের স্কোর ১৫/০।

India vs Bangladesh Live: স্পিন দিয়ে আক্রমণ বাংলাদেশের

প্রথম ওভারেই স্পিন দিয়ে আক্রমণ বাংলাদেশের। ভারতের স্কোর ৮/০।

IND Vs BAN Live: ভারতকে হুঁশিয়ারি নাজমুল হোসেন শান্তর

টি-২০ বিশ্বকাপে চারবারের সাক্ষাতে চারবারই ভারতের কাছে পরাজয় স্বীকার করতে হয়েছে। এবারের টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2024) এখনও পর্যন্ত অপরাজিত ভারত। সুপার এইটের ম্যাচে টস জিতে ভারতকে আগে ব্যাট করতে পাঠিয়ে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (Najmul Hossain Shanto) অবশ্য হুঁশিয়ারি দিয়ে রাখতে ভুললেন না। জানিয়ে দিলেন, ভারতকে দ্রুত অল আউট করে দেওয়াই তাঁদের লক্ষ্য।

IND Vs BAN Live: টস জিতে ভারতকে আগে ব্যাট করতে পাঠালেন বাংলাদেশের অধিনায়ক

টস জিতে ভারতকে আগে ব্যাট করতে পাঠালেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

T20 World Cup Live Score: আগের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে বাংলাদেশ

এই মাঠেই আগের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে বাংলাদেশ। আজ তাই অগ্নিপরীক্ষা শান্তদের। হারলেই বিদায়ঘণ্টা বেজে যএতে পারে।

India vs Bangladesh Live: মুখোমুখি সাক্ষাতের রেকর্ড কী?

সব মিলিয়ে টি-২০ ফর্ম্যাটে ১৩ বার একে অন্যের মুখোমুখি হয়েছে ভারত ও বাংলাদেশ। ভারত জিতেছে ১২ ম্যাচ। একবার ভারতকে হারিয়েছে বাংলাদেশ।

IND Vs BAN Live: টি-২০ বিশ্বকাপে চারে চার ভারতের

টি-২০ বিশ্বকাপে ভারত ও বাংলাদেশ এখনও পর্যন্ত চারবার মুখোমুখি হয়েছে। প্রত্যেকবারই জিতেছে ভারত।

India vs Bangladesh Live: টি-২০ বিশ্বকাপে এখনও পর্যন্ত অপরাজিত ভারত

টি-২০ বিশ্বকাপে এখনও পর্যন্ত অপরাজিত ভারত। গ্রুপ পর্বের সব ম্যাচ জেতার পর (কানাডার বিরুদ্ধে ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল) সুপার এইটের প্রথম ম্যাচেও আফগানিস্তানকে হারিয়েছে টিম ইন্ডিয়া।

প্রেক্ষাপট

অ্যান্টিগা: দুই ম্যাচের মধ্যে মাত্র একদিনের ব্যবধান। তার উপর এক দ্বীপ থেকে অপর দ্বীপে যাওযার ধকল। সেই কারণেই বাংলাদেশ ম্যাচের আগে (IND vs BAN), শুক্রবার, ২১ জুন ভারতীয় দলের জন্য এক ঐচ্ছিক অনুশীলন শিবিরের আয়োজন করা হয়েছিল। কিন্তু সেই অনুশীলনে সিরাজ, বুমরা, হার্দিক থেকে রোহিত (Rohit Sharma), বিরাট (Virat Kohli), ঋষভ, সকলেই উপস্থিত ছিলেন।


চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) শুরুটা হাফসেঞ্চুরি করে দারুণভাবে করলেও, রোহিত শর্মা বিগত তিন ইনিংসে রান পাননি। শেষ তিন ইনিংসে তাঁর সংগ্রহ ১৩, তিন ও আট। বিরাট কোহলি তো চার ইনিংসে মাত্র ২৯ রান করছেন। ভারতীয় দলের দুই সবথেকে অভিজ্ঞ তারকার এহেন ব্যাটিং ফর্ম সমর্থকদের উদ্বেগ বাড়াচ্ছে। রোহিত, বিরাটের ব্যর্থতায় টিম ইন্ডিয়ার হয়ে ইনিংসের শুরুটাও ভাল হচ্ছে না। সম্ভবত সেই থেকেই ভারতীয় দলের অনুশীলনে সঞ্জু স্যামসনকে দীর্ঘক্ষণ ব্যাটিং করতে দেখা গেল।


খবর অনুযায়ী, ভারতীয় দলের প্রায় দুই ঘণ্টার অনুশীলন সেশনে স্যামসন অনেকটা সময় ব্যাটিং করেন স্যামসন। তিনি এবারের বিশ্বকাপে এখনও একটিও ম্যাচ না খেললেও, ভারতীয় দলের একমাত্র অনুশীলন ম্যাচে রোহিতের সঙ্গে ওপেনই করেছিলেন। বিরাট-রোহিত ওপেনিং পার্টনারশিপের নিরন্তর ব্যর্থতার পর তাই টিম ইন্ডিয়ার অনুশীলনের গতিবিধি দেখে অনেকেই মনে করছেন স্যামসনকে পরখ করে দেখে নেওয়া হতে পারে। সেক্ষেত্রে শিবম দুবেকে বাদ পড়তে হতে পারে। তিনি মাত্র ৮৩-র স্ট্রাইক রেটে এখনও পর্যন্ত ৪৪ রান করেছেন। তাঁর দলে জায়গা পাওয়া নিয়েও প্রশ্ন উঠছে। দুবেকে বাদ দিয়ে কি স্যামসনকে নেওয়া হবে? সেটা সময়ই বলবে।


 






এদিন অনুশীলনে লক্ষ্যণীয় আরেকটি বিষয় হল ভারতীয় তারকাদের সোজা ব্যাটে বড় শট মারার প্রচেষ্টা। বিরাট, রোহিত থেকে জাডেজা, পন্থ, সকলকেই স্ট্রেট ব্যাটে তথাকথিত 'ভি'-তে বড় শট মারার চেষ্টা করতে দেখা যায়। বাংলাদেশের বিরুদ্ধে পরিস্থিতির কথা মাথায় রেখে টিম ইন্ডিয়ার ব্যাটাররা কি সামনের দিকে বড় শট খেলার চেষ্টা করবেন, সেটাই দেখার।    


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: রাসেল, চেজ়ের ৩ উইকেট, ওপেনিংয়ে সুযোগ পেয়েই দুরন্ত ইনিংস হোপের, যুক্তরাষ্ট্রকে হেলায় হারাল ওয়েস্ট ইন্ডিজ়

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.