বার্বাডোজ়: ১১ বছরের অপেক্ষার অবসান। আইসিসি ইভেন্টের ফাইনালে ভারতের শাপমোচন। বার্বাডোজ়ে রুদ্ধশ্বাস ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে (IND vs S Africa) হারিয়ে দ্বিতীয়বারের জন্য টি-২০ ক্রিকেটে (T20 World Cup 2024) বিশ্বচ্যাম্পিয়ন ভারত।
আর সেই শাপমুক্তি হল এমন এক দ্বীপপুঞ্জে, যেখানে ১৭ বছর আগে কলঙ্কিত হয়েছিল ভারতীয় ক্রিকেট। ২০০৭ সালে ওয়ান ডে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল ভারত। বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিরুদ্ধে হেরে। ঘটনাচক্রে, সেই দলের অধিনায়ক ছিলেন যিনি, সেই রাহুল দ্রাবিড় শনিবার ছিলেন টিম ইন্ডিয়ার কোচের ভূমিকায়। দ্রাবিড়েরও যেন যন্ত্রণামুক্তি ঘটল।
টি-২০ বিশ্বকাপের ফাইনালের ইতিহাসে সর্বোচ্চ স্কোর তুলেছিল ভারত। তবু কুইন্টন ডি'কক, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলারের আগ্রাসী ব্যাটিং স্বস্তিতে থাকতে দেয়নি ভারতীয় দলকে। শেষ পর্যন্ত মুশকিল আসান হয়ে হাজির হলেন শীত গ্রীষ্ম বর্ষায় ভারতীয় বোলিংয়ের ভরসা যশপ্রীত বুমরা। ১৮তম ওভারে বল করতে এসে খরচ করলেন মাত্র ৪ রান। সঙ্গে তুলে নিলেন মার্কো জানসেনের উইকেট। সেখানেই ঘুরে গেল ম্যাচের মোড়।
দক্ষিণ আফ্রিকা ফের প্রমাণ করে দিল, কেন তাদের বিশ্ব ক্রিকেটের চোকার্স বলা হয়। ভারতের ১৭৬/৭ স্কোর তাড়া করতে নেমে একটা সময় ২৪ বলে ২৬ রান দরকার ছিল দক্ষিণ আফ্রিকার। ক্রিজে বিধ্বংসী ফর্মে থাকা হেনরিখ ক্লাসেন। সঙ্গে ডেভিড মিলার। অতি বড় ভারত সমর্থকও ভাবতে পারেননি যে, সেখান থেকে ৭ রানে ম্যাচ জিতবে ভারত। শেষ পর্যন্ত সেটাই সম্ভব হল ভারতীয় বোলারদের জন্য। ১৭তম ওভারে বল করতে এসে শুরুতেই ভয়ঙ্কর ক্লাসেনকে (২৭ বলে ৫২ রান) ফেরালেন হার্দিক। সেই ওভারে খরচ করলেন মাত্র ৪ রান।
তবু তখনও বিপদ কাটেনি। তিন ওভারে দক্ষিণ আফ্রিকার চাই ২২ রান। ক্রিজে তখনও বিপজ্জনক ডেভিড মিলার। রোহিত শর্মা বল তুলে দিলেন সেরা অস্ত্র যশপ্রীত বুমরার হাতে। এটা জেনেও যে, বুমরার ওই একটা ওভারই বাকি। আর সেই ওভারেই কামাল আমদাবাদের পেসারের। মাত্র ২ রান খরচ করলেন ওই ওভারে। তুলে নিলেন জানসেনকে। আচমকাই দক্ষিণ আফ্রিকার লক্ষ্য দাঁড়ায় ২ ওভারে ২০। চাপ বাড়ছিল। সেই চাপেই শ্বাসরুদ্ধ করলেন অর্শদীপ সিংহ। ১৯তম ওভারে মাত্র ৪ রান খরচ করলেন। শেষ ওভারে হার্দিকও স্নায়ুর চাপ সামলে কাজের কাজ করে গেলেন। দক্ষিণ আফ্রিকা আটকে গেল ১৬৯/৮ স্কোরে।
স্টেডিয়াম জুড়ে বাজতে থাকল চক দে ইন্ডিয়া...
আরও পড়ুন: বেঙ্গল প্রো টি-২০ মিটতেই কোচেদের চাকরি ফেরাতে তৎপর সিএবি, ভিশনের দায়িত্বে কারা?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।