বার্বাডোজ়: টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2024) ফাইনালে শনিবার মুখোমুখি ভারত ও দক্ষিণ আফ্রিকা (IND vs SA Final)। এই প্রথম কোনও বিশ্বকাপের ফাইনালে খেলতে নামছে দক্ষিণ আফ্রিকা। এই প্রথম টি-২০ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে এমন দুই দল, যারা গোটা টুর্নামেন্টে অপরাজিত। কোনও ম্যাচে হারেনি। বার্বাডোজ়ের কেনসিংটন ওভালের দিকে নজর গোটা ক্রিকেট বিশ্বের।


পাশাপাশি অনেকেই কৌতূহলী, বিশ্বকাপের পুরস্কার অর্থ জানতে। কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? রানার আপদেরই বা প্রাপ্য অর্থের পরিমাণ কী? বার্বাডোজ়ে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনালের আগে জেনে নিন বিস্তারিত।


টি-২০ বিশ্বকাপের ফাইনালে বিজয়ী দল কত টাকা পুরস্কার মূল্য পাবে?


শনিবার ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনালে যে দল জিতবে, এবং টি-২০ ফর্ম্যাটে বিশ্বচ্যাম্পিয়ন হবে, তারা পাবে। ২.৪৫ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ২০ কোটি ৪২ লক্ষ টাকা।




টি-২০ বিশ্বকাপের ফাইনালে পরাজিত দল কত টাকা পুরস্কার মূল্য পাবে?


যারা শনিবারের ফাইনালে হেরে যাবে, এবং টি-২০ বিশ্বকাপে রানার আপ হবে, তারা পুরস্কার অর্থ হিসাবে পাবে ১.২৮ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১০ কোটি ৬৭ লক্ষ টাকা।


তবে যারা ফাইনালে উঠতে পারেনি, তাদেরও একেবারে খালি হাতে টুর্নামেন্ট থেকে ফিরতে হচ্ছে না। যে দুই দল সেমিফাইনাল থেকে হেরে বিদায় নিয়েছে, তাদের জন্যও বরাদ্দ রয়েছে বড় অঙ্কের পুরস্কার মূল্য। ইংল্যান্ড ও আফগানিস্তান - দুই দল উঠেছিল সেমিফাইনালে। প্রথম সেমিফাইনালে আফগানিস্তানকে একপেশেভাবে হারায় দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় সেমিফাইনালে ভারতের কাছে ৬৮ রানে হেরে বিদায় নেয় ইংল্যান্ড। তবে ইংল্যান্ড ও আফগানিস্তান, দুই দেশের ক্রিকেটারদেরই আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজ়ের মাটি থেকে খালি হাতে ফিরতে হচ্ছে না। দুই দল ৭ লক্ষ ৮৭ হাজার ৫০০ ডলার করে পাবে। ভারতীয় মুদ্রায় অঙ্কটা প্রায় ৬ কোটি ৫৬ লক্ষ টাকা।


এবারের বিশ্বকাপে সব মিলিয়ে রেকর্ড অঙ্কের পুরস্কার অর্থের কথা ঘোষণা করেছিল আইসিসি। সব মিলিয়ে ১১.২৫ মিলিয়ন ডলার বরাদ্দ হয়েছে পুরস্কার অর্থ হিসাবে। ভারতীয় মুদ্রায় যা ৯৩ কোটি ৮০ লক্ষ টাকা। বিশ্বকাপে যে দলগুলি সুপার এইট পর্ব থেকে বিদায় নেয়, তারাও প্রত্যেকে ৩ লক্ষ ৮২ হাজার ৫০০ মার্কিন ডলার করে পাবে। ভারতীয় মুদ্রায় যা ৩ কোটি ১৮ লক্ষ টাকা। নবম থেকে দ্বাদশ স্থান পর্যন্ত থাকা দলগুলি ২ লক্ষ ৪৭ হাজার ৫০০ ডলার করে পাবে। ভারতীয় মুদ্রায় যা ২ কোটি ৬ লক্ষ টাকা। ১৩ থেকে  ২০তম স্থানে থাকা দলগুলি পাবে ২ লক্ষ ২৫ হাজার মার্কিন ডলার করে। যা ভারতীয় মুদ্রায় ১ কোটি ৮৭ লক্ষ টাকা। পাশাপাশি প্রত্যেক ম্যাচ জেতার জন্য ৩১ হাজার ১৫৪ ডলার করে পাবে সব দল। ভারতীয় মুদ্রায় যা ২৬ লক্ষ টাকা। সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ জেতার জন্য বরাদ্দ পুরস্কার অর্থ আরও বেশি।


আরও পড়ুন: বিপজ্জনক বুমরার ২৪ বলই ম্যাচের রং পাল্টে দিতে পারে, দ্রাবিড়ের জন্য কাপ জিতুক ভারত


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।