বার্বাডোজ়: সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) বলেছিলেন, তাঁর মতো ব্যাটার একটা গোটা প্রজন্মে একজনই হয়। রানে ফেরা সময়ের অপেক্ষা। শৈশবের কোচ রাজকুমার শর্মার পর্যবেক্ষণ ছিল, ব্যাটের মাঝখান দিয়ে খেলছে, ছাত্রের বড় ইনিংস অপেক্ষা করে রয়েছে। হয়তো দেখা যাবে দ্রুতই। প্রাক্তন ক্রিকেটার, ব্যক্তিগত কোচ, সকলের পূর্বাভাসকে মিলিয়ে দিলেন বিরাট কোহলি (Virat Kohli)। টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) ফাইনালে হাফসেঞ্চুরি করলেন। আন্তর্জাতিক ক্রিকেটে শেষ দশটি ইনিংসে প্রথম হাফসেঞ্চুরি কোহলির। চলতি টি-২০ বিশ্বকাপে প্রথম হাফসেঞ্চুরি।


মার্কো জানসেনের বলে যখন আউট হলেন ৫৯ বলে কোহলির নামের পাশে জ্বলজ্বল করছে ৭৬ রান। টি-২০ বিশ্বকাপের নক আউট পর্বে প্রতিপক্ষ দলের নাম দক্ষিণ আফ্রিকা হলেই যেন ব্যাট হাতে উজ্জ্বল হয়ে ওঠেন কোহলি। ২০১৪ সালের টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ৪৪ বলে ৭২ রান করেছিলেন দক্ষিণ আফ্রিকার (IND vs SA) বিরুদ্ধেই। সেই ম্যাচ জিতেছিল ভারত। শনিবার বার্বাডোজ়েও কি কোহলির ইনিংস দলের জয়ের ভিত গড়ে দিতে পারবে?


 






তবে প্রশ্ন রয়ে গেল কোহলির স্ট্রাইক রেট নিয়ে। যা নিয়ে আগেও বারবার প্রশ্ন উঠেছে। এদিন ১২৮.৮১ স্ট্রাইক রেট রেখে রান করলেন। শনিবার ৪৮ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন। 


টি-২০ বিশ্বকাপের ফাইনালে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের তালিকায় কোহলির শনিবারের ইনিংস রয়েছে ষষ্ঠ স্থানে। ২০২১ সালের টি-২০ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮৫ রান করেছিলেন কেন উইলিয়ামসন। সেটাই ছিল সর্বোচ্চ। ২০১৬ সালের টি-২০ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ়ের মার্লন স্যামুয়েলস ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৮৫ রানই করেছিলেন। ২০১২ বিশ্বকাপে স্যামুয়েলসের ৭৮ রান ছিল ফাইনালে। ২০২১ সালের ফাইনালে অস্ট্রেলিয়ার মিচেল মার্শ করেছিলেন ৭৭ রান। কোহলি ২০১৪ সালের টি-২০ বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে করেছিলেন ৭৭। এদিন করলেন ৭৬। ৬টি চার ও জোড়া ছক্কা মেরেছেন কিংগ কোহলি।


আরও পড়ুন: বেঙ্গল প্রো টি-২০ মিটতেই কোচেদের চাকরি ফেরাতে তৎপর সিএবি, ভিশনের দায়িত্বে কারা?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।