নিউ ইয়র্ক: গতকাল এই মাঠেই যখন নেদারল্য়ান্ডস বনাম দক্ষিণ আফ্রিকা ম্য়াচ হয়েছিল, তখনই বোঝা গিয়েছিল যে কতটা কঠিন হতে চলেছে এই মাঠে ব্যাটিং করা। এদিন পাকিস্তান যখন ভারতকে ১১৯ রানে অল আউট করে দিয়েছিল, তখনও মনে হয়নি যে শেষ পর্যন্ত খেলাটা এতটা উত্তেজনাপূর্ণ হয়ে দাঁড়াবে। এত কম রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমেও শেষ পর্যন্ত তরী পার করতে পারলেন না বাবররা। মাত্র ১২০ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ১১৩ রানে আটকে গেল পাকিস্তান। ৪ ওভারের স্পেলে মাত্র ১৪ রান দিয়ে ৩ উইকেট তুলে নিলেন যশপ্রীত বুমরা। তিনিই ম্যাচের নায়ক।
১২০ রানের লক্ষ্যমাত্রা ছিল। অল্প রান টি-টোয়েন্টি ক্রিকেটের আঙিনায়। কিন্তু নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পিচে এই রানটাও যে পাহাড়প্রমাণ, তা আরও একবার প্রমাণ হয়ে গেল। এদিন রান তাড়া করতে নেমে শুরুতে ওপেনে নেমেছিলেন বাবর ও রিজওয়ান। ওপেনিং পার্টনারশিপে ২৬ রান বোর্ডে তোলার পরই পাকিস্তান শিবিরে আঘাত আসে। বুমরা এসে প্রথম আঘাত দেন। ১৩ রান করে ক্যাচ আউট হয়ে ফেরেন অধিনায়ক বাবর আজম। রিজওয়ানের ৭ রান যখন তখন তাঁর ক্য়াচ ফেলেন শিবম দুবে। তিনি এরপর একদিন থেকে নিজে স্কোরবোর্ড চালিয়ে যাচ্ছিলেন। একটি বাউন্ডারি ও একটি ছক্কা হাঁকিয়ে ৪৪ বলে ৩১ রান করেন তিনি। তাঁকেও দুরন্ত বোল্ড করে দেন বুমরা। মিডল অর্ডারে উসমান ও ফখর ১৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন। ইমাদ ১৫ রান করে শেষদিকে একটা চেষ্টা করেছিলেন। কিন্তু পারলেন না দলকে বাঁচাতে। অন্যদিকে বুমরাকে যোগ্য সঙ্গ দিয়ে ২ উইকেট তুলে নিলেন হার্দিক পাণ্ড্য। অর্শদীপ ও অক্ষর ১টি করে উইকেট নেন।
এর আগে টস জিতে প্রথমে ফিল্ডিং নিয়েছিলেন বাবর। রোহিত ও বিরাট ইনিংসের গোড়াপত্তন করেন। বিরাট এদিনও ব্যর্থ হন। ৪ রান করে ফেরেন তিনি। নাসিম শাহর বলে পয়েন্টে ক্যাচ আউট হলেন প্রাক্তন ভারত অধিনায়ক। রোহিত শর্মা ক্রিজে থিতু হওয়ার চেষ্টা করেছিলেন। প্রথম ওভারেই আফ্রিদিকে একটি ছক্কাও হাঁকান। কিন্তু সেই আফ্রিদির বলেই ক্যাচ আউট হয়ে গেলেন ১৩ রান করে। এপর পন্থের সঙ্গে পার্টনারশিপ গড় তোলার একটা চেষ্টা করছিলেন অক্ষর পটেল। ১৯ রানের মধ্যে ২ উইকেট খুঁইয়ে বসেছিল ভারত। সেখানে চতুর্থ উইকেটে ৩৯ রানের পার্টনারশিপ গড়ে তোলেন পন্থ ও অক্ষর। ৩১ বলে ৪২ রানের ইনিংস খেলেন ভারতীয় উইকেট কিপার। ২০ রান করেন অক্ষর। মাত্র ৭ রান করে প্যাভিলিয়নে ফেরেন সূর্যকুমার যাদব। যেই শিবম দুবেকে নিয়ে এত প্রশ্ন উঠছিল, তিনি আজ ৩ রান করে ফিরলেন। ১২ বলে ৭ রান করে ফিরলেন হার্দিক পাণ্ড্যও। রবীন্দ্র জাডেজা খাতাই খুলতে পারেননি। ১১৯ রানেই শেষ হয় ভারতের ইনিংস।