নিউ ইয়র্ক: প্রতিপক্ষের নাম পাকিস্তান (India vs Pakistan) মানেই জ্বলে উঠবেন, ভারতীয় ক্রিকেটে বড় তারকাদের সেটাই যেন পরিচয়। সচিন তেন্ডুলকর থেকে শুরু করে বিরাট কোহলি, সব মহাতারকাদের ক্ষেত্রেই যেন এটা দস্তুর হয়েছে।


তবে সেই অভিজাত ক্লাবে কি একটু পিছনের সারিতে রোহিত শর্মা (Rohit Sharma)? টি-২০ ক্রিকেটে বিধ্বংসী ব্যাটার। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে বছরের পর বছর এমন আক্রমণাত্মক ব্য়াটিং করেন যে, ভক্তরা তাঁর নামকরণই করে ফেলেছেন হিটম্যান। তবে টি-২০ ফর্ম্যাটে পাকিস্তানের বিরুদ্ধে পড়লেই যেন পরিচিত মেজাজ ধরে রাখতে পারেন না রোহিত। পরিসংখ্যান বলছে, পাকিস্তানের বিরুদ্ধে রোহিতের টি-২০ রেকর্ড বেশ হতাশাজনক।


আন্তর্জাতিক টি-২০-তে ১৫২ ম্যাচে ৪০২৬ রান রয়েছে রোহিতের। রয়েছে ৫ সেঞ্চুরি। ৩২.২০ গড়ে রান করেছেন রোহিত। ১৩৯.৯৮ স্ট্রাইক রেট রেখে। অর্থাৎ, প্রত্যেক ১০০ বলে প্রায় ১৪০ রান করেছেন রোহিত। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে রোহিতের সর্বোচ্চ রান অপরাজিত ১২১ রানের ইনিংস।


তবে পাকিস্তানের বিরুদ্ধে পড়লেই সেই ফর্ম দেখা যায় না রোহিতের। রেকর্ডবুক বলছে, পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ ক্রিকেটে ১১টি ম্যাচ খেলেছেন রোহিত। করেছেন মাত্র ১২৭ রান। ব্যাটিং গড়? মাত্র ১৪.১১। স্ট্রাইক রেট ১১৭.৫৯। সর্বোচ্চ স্কোর? অপরাজিত ৩০ রান। 


 




রবিবার নিউ ইয়র্কে টি-২০ বিশ্বকাপের ম্যাচে ১২ বলে মাত্র ১৩ রান করে ফিরলেন রোহিত। শাহিন শাহ আফ্রিদির বলে তাঁর ক্যাচ ধরলেন হ্যারিস রউফ। রান পাননি তাঁর ওপেনিং পার্টনার বিরাট কোহলিও। ৩ বলে মাত্র ৪ রান করে ফেরেন। টি-২০ বিশ্বকাপে নতুন ওপেনিং জুটি বেছে নিয়েছে ভারত। রোহিতের সঙ্গে ইনিংস ওপেন করছেন কোহলিই। আইপিএলে ইনিংস ওপেন করে সফল কোহলি। সদ্যসমাপ্ত আইপিএলে তিনি অরেঞ্জ ক্যাপও জিতেছেন। পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত রেকর্ড। তবে রবিবার ব্যর্থ হলেন কোহলি। প্রথম ম্যাচে আয়ার্ল্যান্ডের বিরুদ্ধেও রান পাননি তিনি।


দলের দুই সেরা ব্যাটারের দ্রুত আউট হয়ে যাওয়া ভারতীয় শিবিরকে বেশ চাপে ফেলে দেয়।


আরও পড়ুন: বিবাহ বিচ্ছেদের পরে আধ্যাত্মিক সানিয়া! টেনিস সুন্দরী বেরিয়ে পড়ছেন হজযাত্রায়


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।