দুবাই: হরমনপ্রীত কৌরের নেতৃত্বে আজ ৪ অক্টোবর নিজেদের টি-টোয়েন্টি বিশ্বকাপের (Womens T20 World Cup 2024) অভিযান শুরু করছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। গ্রুপ এ-তে সোফি ডিফাইনেক শক্তিশালী দলই ভারতের প্রথম প্রতিপক্ষ। ২০১৮ ও ২০২৩ সালের টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Womens Cricket Team)। ২০২০ সালে রানার্স আপ হয় হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) দল। অন্যদিকে নিউজিল্য়ান্ড মহিলা ক্রিকেট দল এই ফর্ম্য়াটের বিশ্বকাপে ২০১৬ সালের পর থেকে আর কখনও শেষ চারে জায়গা করতে পারেনি। 


কারা মুখোমুখি হবে?


শুক্রবার ভারত বনাম নিউজিল্যান্ড মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্য়াচে খেলতে নামবে


কোথায় ম্যাচ?


ম্য়াচটি হবে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে


কখন শুরু?


ম্যাচ শুরু হবে শুক্রবার ভারতীয় সময় সন্ধে ৭.৩০ থেকে


কোথায় দেখবেন ম্যাচ?


ডিডি স্পোর্টস ও স্টার স্পোর্টসে দেখা যাবে ভারত বনাম নিউজিল্যান্ড মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্য়াচটি


অনলাইনে কীভাবে দেখবেন ম্য়াচ?


ডিজনি প্লাস হটস্টারে দেখা যাবে এই ম্য়াচটি


 






এদিকে, বৃহস্পতিবার টুর্নামেন্টের প্রথম ম্য়াচে বাংলাদেশ মুখোমুখি হয়েছিল স্কটল্যান্ডের। এর আগে প্রথমে ব্য়াট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৯ রান বোর্ডে তুলে নিয়েছিল বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। টাইগারদের ওপেনার সাথি রানী ৩২ বলে ২৯ রানের ইনিংস খেলেন। ৩টি বাউন্ডারি হাঁকান তিনি। শোভানা মোস্তারে ৩৬ রানের ইনিংস খেলেন। ক্যাপ্টেন নিগার সুলতানা ১৮ রানের ইনিংস খেলেন। 


জবাবে ব্যাট করতে নেমে স্কটল্যান্ড মহিলা ক্রিকেট দল নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৩ রানের বেশি বোর্ডে তুলতে পারেনি। তাদের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস খেলেন ৫২ বলে ৪৯ রানের ইনিংস খেলেন। 


এবার মহিলাদের ক্রিকেটেও কি ছাপ ফেলতে পারবে টিম ইন্ডিয়া? হরমনপ্রীত কৌরের নেতৃত্বে কি প্রথমবার বিশ্বকাপ জয়ের স্বাদ পাবে ভারতের মহিলা দল? গোটা দেশ সেদিকে তাকিয়ে। সংযুক্ত আরব আমিরশাহিতে টি-২০ বিশ্বকাপে অভিযান শুরু করার আগে হরমনপ্রীত, স্মৃতি মান্ধানা, রিচা ঘোষরা পেয়ে গেলেন পুরুষ দলের তারকাদের শুভেচ্ছাবার্তা। যা মনোবল আরও বাড়াবে ভারতীয় দলের।