বার্বাডোজ: টি২০ বিশ্বকাপে (T20 World Cup) এবারের পিচ নিয়ে ক্রিকেটমহলে (Cricket) নানা সমালোচনা হয়ে চলেছে। বেশিরভাগ ম্যাচে দেড়শোর বেশি রান তুলতেই হিমসিম খাচ্ছে বেশিরভাগ দলই। সেখানে শনিবার বার্বাডোজে ২০০ রানের গণ্ডি পেরোল অস্ট্রেলিয়া (Australia)। ৭ উইকেটে ২০১ রান তুলে বিপক্ষ ইংল্যান্ডকে (England) রীতিমত চাপে ফেলেছিলেন মার্শরা। 


তবে শুধু ব্যাটে নয়, বলেও দাপট দেখালেন অজিরা। সেই ঝড়েই গতবারের চ্যাম্পিয়ন ব্রিটিশরা থেমে গেল ১৬৫-৬ রানে। ৩৬ রানে জয় পেল অস্ট্রেলিয়া।                                    


বার্বাডোজের ব্রিজটাউনে কেনসিংটন ওভালে টস জিতে ইংল্যান্ড ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় প্রথমে। অস্ট্রেলিয়ার ওপেনিং জুটিতে পাঁচ ওভারে ওঠে ৭০ রান। ডেভিড ওয়ার্নার করেন ১৬ বলে ৩৯। অপর ওপেনার ট্রাভিস হেড ১৮ বলে ৩৪ রান করে আউট হন ৫.৪ ওভারে দলের ৭৪ রানে। অস্ট্রেলিয়া নির্ধারিত ২০ ওভারে তোলে ৭ উইকেট হারিয়ে ২০১ রান। অধিনায়ক মিচেল মার্শ ২৫ বলে ৩৫, গ্লেন ম্যাক্সওয়েল ২৫ বলে ২৮, মার্কাস স্টোইনিস ১৭ বলে ৩০, টিম ডেভিড ৮ বলে ১১ রান করেন। ১০ বলে ১৭ রান করে অপরাজিত থাকেন ম্যাথু ওয়েড। 


অন্যদিকে, জবাবে খেলতে নেমে ইংল্যান্ডের ওপেনিং জুটিও ঝোড়োগতিতে রান তুলতে থাকে। অষ্টম ওভারের প্রথম বলে ৭৩ রানে ভাঙে ওপেনিং জুটি। কলকাতা নাইট রাইডার্সে খেলা ফিল সল্ট ২৩ বলে ৩৭ রান করেন। ৯২ রানে দ্বিতীয়, ৯৬ রানে তৃতীয় ও ১২৪ রানে চতুর্থ উইকেট হারায় ইংল্যান্ড।                             


আরও পড়ুন, যুক্তরাষ্ট্রের কাছে লজ্জার হার, বাবরদের 'চরম আক্রমণ' পাক সমর্থকদের


বোলিংয়েও দাপট দেখায় অজিরা। প্যাট কামিন্স ২টি উইকেট দখল করেছেন ৪ ওভারে ২৩ রান খরচ করে। অ্যাডাম জাম্পা ৪ ওভারে ২৮ রানের বিনিময়ে ২ উইকেট পেয়েছেন। তিনি দুই ওপেনারকে আউট করে ম্যাচে ফেরান অজিদের। 


ম্যাচ সেরা হয়েছেন জাম্পা। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ২০২১ সালে টি২০ বিশ্বচ্যাম্পিয়ন অজিরা গ্রুপ বি-র শীর্ষে চলে গেল। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে