বেঙ্গালুরু: অনন্য রেকর্ড গড়লেন স্মৃতি মন্ধানা। বেঙ্গালুরুতে প্রোটিয়াদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের ম্য়াচ খেলতে নেমেছিল ভারতীয় মহিলা ক্রিকেট একাদশ। সেই ম্য়াচেই খেলতে নেমে নজির গড়েন বাঁহাতি ভারতীয় ওপেনার। ব্যাট হাতে ১৩৬ রানের ঝকঝকে ইনিংস খেলেন স্মৃতি ম্য়াচে। আর তার সঙ্গে সঙ্গেই প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে এই রেকর্ড গড়েন গতবারের উইমেন্স প্রিমিয়ার লিগ জয়ী আরসিবি দলের ক্যাপ্টেন। 


দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্য়াচে ১২০ বলে ১৩৬ রানের ইনিংস খেলেন স্মৃতি। নিজের ইনিংসে ১৮টি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকান তিনি। এই ইনিংস খেলার সঙ্গে সঙ্গেই ওয়ান ডে ফর্ম্য়াটে নিজের সপ্তম সেঞ্চুরি পূরণ করলন স্মৃতি। ভারতীয় মহিলা ক্রিকেটারদের মধ্যে সর্বাধিক ৭ সেঞ্চুরি ছিল মিতালি রাজের। তাঁর সঙ্গে একই সারিতে এবার স্মৃতিও। বাঁহাতি ওপেনারের সামনে সুযোগ থাকছে মিতালিকে টেক্কা দিয়ে দেওয়ারও। এদিকে সিরিজের প্রথম ম্যাচে ১২৭ বলে ১১৭ রানের ইনিংস খেলেছিলেন স্মৃতি। দ্বিতীয় ম্য়াচেও শতরান হাঁকালেন। প্রথম ভারতীয় মহিলা ব্যাটার হিসেবে ওয়ান ডে ফর্ম্য়াটে পরপর ২ ম্যাচে দুটো শতরান করার নজিরও গড়লেন বাঁহাতি তারকা ব্যাটার।


 






প্রথম ম্য়াচে মন্ধানার দুরন্ত শতরানের সৌজন্যে প্রথমে ব্য়াট করতে নেমে ভারতীয় দল বোর্ডে ২৬৫ রান যোগ করে নিয়েছিল। তার বদলে ১২৩ রানে জয়ও ছিনিয়ে নিয়েছিল। এদিনের দ্বিতীয় ম্য়াচেও স্মৃতির ব্যাট থেকে শতরান আসে। এছাড়া শতরান হাঁকান হরমনপ্রীত কৌর। ৮৮ বলে ১০৩ রানের ঝোড়ো ইনিংসে ৯টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকান তিনি। ভারতীয় দলের ক্যাপ্টেনের সঙ্গে জুটি বেঁধে ১৭১ রান বোর্ডে যোগ করেছিলেন স্মৃতি। যার ফলে ভারতীয় মহিলা ক্রিকেট দল প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে ৩২৫ রান বোর্ডে তুলে নেয়। এদিকে হরমনপ্রীত কৌর এদিন নিজের ষষ্ঠ ওয়ান ডে শতরান হাঁকান। তাঁর সামনেও সুযোগ থাকছে মিতাল রাজকে টপকে যাওয়ার। ভারতীয়দের মধ্যে পুণম রাউত ৩টি ওয়ান ডে শতরান করেছেন। স্মৃতি এদিন বিশ্বের ১১ তম প্লেয়ার হিসেবে ওয়ান ডে ফর্ম্য়াটে টানা দুটো ম্য়াচে দুটো শতরান হাঁকালেন।