বেঙ্গালুরু: আজ থেকে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) আসর। এই টুর্নামেন্টের পরই ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) কোচ হিসেবে মেয়াদ শেষ হবে রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid)। গত বছর ওয়ান ডে বিশ্বকাপের পরই সরে দাঁড়াতে চেয়েছিলেন ভারতীয় ক্রিকেটের এই কিংবদন্তি। কিন্তু বোর্ডের তরফে অনুরোধ করা হয় দ্রাবিড়কে, যাতে তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত থেকে যান দলের সঙ্গে। দ্রাবিড়ের কোচিংয় গত বছর টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, ওয়ান ডে বিশ্বকাপে ফাইনাল খেলেছে ভারত। খেতাব জিততে না পারলেও প্রশংসা কুড়িয়েছে দলের পারফরম্য়ান্স। এবার দ্রাবিড়ের কোচিংয়ের দরাজ সার্টিফিকেট দিলেন জাতীয় দলে একসময়ে তাঁর সতীর্থ মহম্মদ কাইফ। 


এক সাক্ষাৎকারে কাইফ বলেন, ''রাহুল দ্রাবিড়ের বদলে কে কোচ হবে ভারতীয় দলের সেটা পুরোটাই বিসিসিআইয়ের ওপর নির্ভর করছে। কিন্তু এটা অনেক লম্বা প্রসেস। আমি মনে করি দ্রাবিড় দারুণ কাজ করেছে। ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল ভারত। টানা ১০ ম্য়াচ জিতেছে। এটা কিন্তু মুখের কথা নয়। একটা মাত্র ম্য়াচ হেরে গিয়েছে ভারত। তাই এটা কিন্তু অবশ্যই উল্লেখযোগ্য যে রাহুল দারুণ কাজ করেছে।''


২০২১ সালে নভেম্বর মাসে ভারতীয় দলের কোচ হন রাহুল দ্রাবিড়। তাঁর কোচিংয়ে ২০২৩ সালে এশিয়া কাপ ঘরে তোলে ভারতীয় দল। যদিও আইসিসি ট্রফি জিততে পারেনি টিম ইন্ডিয়া কোনও। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালেই ১০ উইকেটে হারতে হয়েছিল রোহিতের দলকে। তবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে কিন্তু সুযোগ থাকছে আইসিসি খেতাব ঘরে তোলার। গত কাল প্রস্তুতি ম্য়াচে বাংলাদেশের বিরুদ্ধে ৬০ রানে জয় ছিনিয়ে নিয়েছে রোহিত বাহিনী। আগামী ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্য়াচে খেলতে নামবে টিম ইন্ডিয়া। যদিও সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচ রয়েছে আগামী ৯ জুন। সেদিন পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় দল।


গতকাল প্রস্তুতি ম্য়াচে বাংলাদেশের বিরুদ্ধে অর্ধশতরান হাঁকান ঋষভ পন্থ। যা টুর্নামেন্টের মূলপর্বের ম্য়াচে খেলতে নামার আগে আত্মবিশ্বাস বাড়াবে বাঁহাতি উইকেট কিপার ব্যাটারের। উইকেটের পেছন যে পন্থকেই ভাবছে টিম ম্যানেজমেন্ট, তা মোটামুটি পরিষ্কার হয়ে গেল। ঝোড়ো ইনিংস খেলেন হার্দিক পাণ্ড্যও। অন্য়দিকে গতকাল বল হাতে নজর কেড়েছেন অর্শদীপ সিংহ। তিনি প্রথম স্পেলেই ২ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিংয়ে ভাঙন ধরিয়ে দিয়েছিলেন।