ফ্লোরিডা: তুমুল ঝড়বৃষ্টি চলছিল ফ্লোরিডা জুড়ে। এমনকী, বন্যার সতর্কতাও জারি করা হয়েছে। শুক্রবার এই শহরেই টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) ম্যাচে মুখোমুখি আমেরিকা ও আয়ার্ল্যান্ড। যে ম্যাচের দিকে হা পিত্যেশ করে চেয়ে রয়েছেন পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরাও। কেন? এই ম্যাচের ওপর নির্ভর করছে বাবর আজ়মদের সুপার এইটের ভাগ্য।


গত বছর ভারতের মাটিতে আয়োজিত ওয়ান ডে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে গিয়েছিল বাবর আজ়মদের (Babar Azam)। সেমিফাইনালের টিকিট পায়নি পাকিস্তান। টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেও কি বিদায় নেবে পাকিস্তান? নির্ধারিত হয়ে যেতে পারে শুক্রবারই।


চলতি টি-২০ বিশ্বকাপে ২০টি দলকে ৪টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রত্যেক গ্রুপে রয়েছে ৫টি করে দল। প্রত্যেক গ্রুপ থেকে পয়েন্ট টেবিলের প্রথম দুইয়ে থাকা দুটি করে দল সুপার এইটে পৌঁছবে। গ্রুপ এ-তে পাকিস্তানের সঙ্গে রয়েছে ভারত, আমেরিকা, কানাডা ও আয়ার্ল্যান্ড। গ্রুপ এ-তে তিন ম্যাচের তিনটিই জিতে সুপার এইটে জায়গা পাকা করে ফেলেছে ভারত। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে আমেরিকা। অন্য দিকে ৩ ম্যাচে একটি মাত্র জিতে ২ পয়েন্ট রয়েছে পাকিস্তানের ঝুলিতে। ২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছেন বাবর আজ়মরা। আমেরিকা ও ভারতের কাছে পরাজয়ের পর কানাডাকে হারিয়েছে পাকিস্তান।


পাকিস্তানকে শেষ ম্যাচে আয়ার্ল্যান্ডকে হারাতেই হবে। তবে প্রার্থনা করতে হবে, শুক্রবারের ম্যাচে আয়ার্ল্যান্ড যেন আমেরিকাকে হারিয়ে দেয়। সেক্ষেত্রে আমেরিকা ও পাকিস্তানের পয়েন্ট সমান হলেও রান রেটে এগিয়ে থাকতে পারলে গ্রুপের ২ নম্বর দল হিসাবে সুপার এইটে চলে যেতে পারে পাকিস্তান।


কিন্তু বৃষ্টিতে যদি শুক্রবারের ম্যাচ ভেস্তে যায়? সেক্ষেত্রে কপাল পুড়বে পাকিস্তানের। কারণ, আমেরিকা ও আয়ার্ল্যান্ডের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়ে যাবে। ৫ পয়েন্ট পেয়ে যাবে আমেরিকা। সেক্ষেত্রে পাকিস্তান শেষ ম্যাচে জিতলেও ৪ পয়েন্টে আটকে থাকবে।


যদিও চলতি বিশ্বকাপে দুরন্ত ছন্দে আমেরিকা। পাকিস্তানের মতো হেভিওয়েট দলকে হারিয়েছেন সৌরভ নেত্রাভালকরেরা। ভারতের বিরুদ্ধে হারতে হলেও প্রশংসিত হয়েছে মার্কিন ক্রিকেটারদের লড়াই। ২০২১ সালে এই মাঠেই আয়ার্ল্যান্ডের সঙ্গে ২ ম্যাচের সিরিজ খেলেছিল আমেরিকা। সেবার একটি করে ম্যাচ জিতেছিল দুই দেশই। সিরিজ অমীমাংসিতভাবে শেষ হয়েছিল।


ফ্লোরিডার সেন্ট্রাল ব্রোওয়ার্ড পার্কে শুক্রবারের ম্যাচে শেষ হাসি কাদের?