নিউ ইয়র্ক: বৃষ্টি বাধা হয়ে দাঁড়াল ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্য়াচে। টসের সময় যার জন্য পিছিয়ে গেল। খেলাও পিছিয়ে গেল ৩০ মিনিট। টস জিতলেন বাবর আজম। আর প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানালেন ভারতীয় দলকে। ভারতীয় দলে কোনও পরিবর্তন করা হয়নি। অন্যদিকে পাকিস্তান একাদশে হাইভোল্টেজ ম্য়াচের আগে ঢুকে পড়লেন ইমাদ ওয়াসিম। বাদ পড়েছেন আজম খান।
নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এদিন আবহাওয়ার পূর্বাভাস আগে বলেছিল যে বৃষ্টি তাল কাটতে পারে ম্য়াচে। এদিন ম্য়াচ শুরুর নির্ধারিত যে সময়, তার ঠিক একঘণ্টা আগে হঠাৎ আকাশ কালো করে আসে ও ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়। যার জন্য টসের সময়ও পিছিয়ে যায়। আর খেলাও পিছিয়ে যায় আরও ত্রিশ মিনিট। অর্থাৎ ৮.৩০ থেকে প্রথমে খেলার সময় নির্ধারণ করা হয়। বৃষ্টি কমলে টস করতে মাঠে নামেন রোহিত শর্মা ও বাবর আজম। কয়েক প্রথমে খুঁজেই পাচ্ছিলেন না ভারত অধিনায়ক। যদিও পরে নিজের পকেটেই কয়েন রেখেছিলেন, তা মনে পরে হিটম্য়ানের।
টস জিতলেন বাবর। আর ফেজা আউটফিল্ড ও আবহাওয়ার কথা মাথায় রেখে দ্রুত ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিতে কোনও ভুল করেননি পাক অধিনায়ক। শাহিন-নাসিম-হ্যারিসের সঙ্গে মহম্মদ আমিরের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাইবেন বাবর। পাকিস্তান একাদশে একটি বদল করা হয়। আজম খানকে নিয়ে গত কয়েকদিন কম বিতর্ক হয়নি। সেই মতই এদিন আজমকে বাদ দিয়ে এদিন ইমাদ ওয়াসিমকে খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
ভারতীয় একাদশে অবশ্য কোনও পরিবর্তন করা হয়নি। আয়ারল্যান্ড ম্য়াচে যে একাদশ খেলেছিল, সেই একাদশই মাঠে নেমেছে। তবে টস হয়ে যাওয়ার পর খেলা শুরুর সময় আরও পিছিয়ে যায়। সাড়ে আটটা থেকে খেলা শুরু হওয়ার কথা ছিল। সেখানে সময় আরও ২০ মিনিটে পিছিয়ে যায়। ৮.৫০ থেকে শুরু হয় খেলা। যদিও বৃষ্টি বারবার খেলায় বাধা দিতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু ওভার সংখ্যাও কমিয়ে আনা হতে পারে।
আরও পড়ুন: ক্রিকেটের ব্যাট-বল ছেড়ে নতুন ভূমিকায় সচিন, নিউ ইয়র্কের রাস্তায় খেললেন বেসবল