নয়াদিল্লি: ফের T-২০ বিশ্বকাপে জয়ী ভারত। দীর্ঘ ১৭ বছরের অপেক্ষা শেষে ভারতের মুকুটে পালক। বার্বাডোজে রুদ্ধশ্বাস ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দ্বিতীয়বারের জন্য টি-২০ ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। ভারতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি।


 টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর


প্রধানমন্ত্রীর কথায়, 'টিম ইন্ডিয়াকে এই জয়ের জন্য দেশবাসীর তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আজ ১৪০ কোটি দেশবাসী আপনাদের এই অসাধারণ পারফর্মমেন্সের জন্য গর্বিত।'






২০১১-এর পর ফের বিশ্বজয়ী টিম ইন্ডিয়া


১৭ বছরের শাপমুক্তি! ২০১১-এর পর ফের বিশ্বজয়ী টিম ইন্ডিয়া। দক্ষিণ আফ্রিকাকে রানে উড়িয়ে টি২০ বিশ্বকাপ জয় রোহিতের ভারতের। গুরু দ্রবিড়কে গুরুদক্ষিণা রোহিত ব্রিগেডের। বিরাটের ব্যাট ও শেষ মুহূর্তে বুমরা, হার্দিক, অর্শদীপের অসাধারণ বোলিংয়ে জয়। এদিন টসে জিতে ব্যাটিং নেয় ভারত। কিন্তু শুরুতেই রোহিত কে হারায় তারা। তবে ইনিংসের হাল ধরলেন বিরাট। বিরাটের স্থিতধী ৭৬, অক্সরের ঝোড়ো ৪৭ ও শিবম দুবের ২৭ রানের ক্যামিওর জোরেই শেষ পর্যন্ত ১৭৬ এ পৌঁছয় ভারতের ইনিংস।






আরও পড়ুন, ম্যাচের সেরা হয়ে বিরাট ঘোষণা, আন্তর্জাতিক টি-২০ থেকে অবসর কোহলির


প্রোটিয়া ইনিংসে প্রথমেই হেনড্রিক্সকে তুলে নেন বুমরাহ। অর্শদীপের শিকার মার্করাম। পাল্টা লড়াই দেন ডি কক  ও স্টাবস্। ৩১ রানে স্টাবস্ কে তুলে নেন অক্সর। ভয়ঙ্কর হয়ে ওঠা ডি কক কেও ৩৯ রানের মাথায় ফেরালেন অর্শদীপ। কিন্তু তারপরই ক্লাসেন ও মিলারের রুদ্রমূর্তি। গুরুত্বপূর্ণ মুহূর্তে হার্দিকের শিকার মিলার। কিন্তু শেষবেলায় বুমরাহর অনবদ্য স্পেল থামিয়ে দিল প্রোটিয়া ঝড়। নিজের শেষ ওভারে তুলে নেন জ্যানসেন কে। টানটান থ্রিলার। শেষ মুহূর্ত পর্যন্ত ঘুরেছে ম্যাচের পাল্লা। শেষ ওভারে সূর্যর অলৌকিক ক্যাচে ফিরলেন কিলার মিলার। বাজিমাত রোহিতদের।



আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।