ত্রিনিদাদ: স্বপ্নের টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) চলছে আফগানিস্তানের। প্রথমবার কোনও বিশ্বকাপের সেমিফাইনালে খেলবে আফগানিস্তান (South Africa vs Afghanistan)। ২০ দেশের বিশ্বকাপে শেষ চার দলের মধ্যে জায়গা করে নিয়েছেন রশিদ খানরা। যা দেখে সকলে হতবাক।


বৃহস্পতিবার ভারতীয় সময় সকাল ৬টায় টি-২০ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আফগানিস্তানের সামনে দক্ষিণ আফ্রিকা। যে ম্য়াচের আগে চোখ বন্ধ করে কাগিসো রাবাডা, এইডেন মারক্রামদের ফেভারিট বলা যাচ্ছে না। কারণ, বিভিন্ন দেশের টি-২০ টুর্নামেন্টে আফগান ক্রিকেটারদের দাপট। গত আইপিএলে চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের অন্যতম সফল ক্রিকেটারের নাম? রহমানউল্লাহ গুরবাজ়। 


আফগান অধিনায়ক রশিদ খানকে টি-২০ ফর্ম্যাটে বিশ্বের অন্যতম সেরা মনে করা হয়। সঙ্গে নূর আমেদ, মহম্মদ নবি - সব মিলিয়ে দুরন্ত স্পিন আক্রমণ। ব্যাটিংয়ে গুরবাজ় একাই যে কোনও বোলিং আক্রমণকে ছারখার করে দিতে পারেন। নবীন উল হক, ফজলহক ফারুকি, গুলবদিন নঈব সমৃদ্ধ পেস বোলিংও যে কোনও দলের ব্যাটিং লাইন আপের পরীক্ষা নেবে। বাংলাদেশকে হারানো আফগান দলের ১১ জন ক্রিকেটারের মধ্যে ৮ জন গত আইপিএলে খেলেছেন।


সঙ্গে মহম্মদ নবির অভিজ্ঞতা। ২০০৪ সালে আফগানিস্তানের প্রথম আইসিসি অনুমোদিত ম্যাচে খেলেছিলেন। তাঁর পুত্র আফগানিস্তানের অনূর্ধ্ব ১৯ দলের হয়ে খেলেছেন এ বছরই। চলতি টি-২০ বিশ্বকাপে আফগানিস্তানের সম্পদ ৩৯ বছরের নবি। সঙ্গে হাতে থাকছে মুজিব উর রহমানের বিকল্প। ডোয়েন ব্র্যাভো পরামর্শদাতা হিসাবে যোগ দেওয়ার পর আফগান বোলিংয়ের ধার যেন আরও বেড়েছে। চলতি বিশ্বকাপে সব দলের মধ্যে সবচেয়ে বেশি উইকেট (৫৭) তুলেছে আফগানিস্তানই। ওভার প্রতি খরচ করেছে মাত্র ৬.৩৫ রান। যা দক্ষিণ আফ্রিকার বোলারদের ওভার প্রতি ৬.১০ রানের চেয়ে সামান্য পিছিয়ে।


আফগানিস্তানের সমস্যা ব্যাটিং অর্ডারে গভীরতার অভাব। প্রথমে ব্যাট করলে গুরবাজ় ও ইব্রাহিম জাদ্রান নজর কাড়লেও, রান তাড়া করতে নামলে বিপাকে পড়ছে ব্যাটিং। যে কারণে টস জিতলে প্রথমে ব্যাটিং নিয়ে আফগানিস্তানকে রান তাড়া করার পরীক্ষার মুখে ফেলতে পারে দক্ষিম আফ্রিকা। বাঁহাতি স্পিনার কেশব মহারাজ, তাবারেজ শামসিরা ওয়েস্ট ইন্ডিজ়ের পরিবেশ-পরিস্থিতির সঙ্গে সড়গড়। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলেন। কঠিন পরীক্ষা নেবেন আফগান ব্যাটিংয়ের।


দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ে অনেক পাওয়ার হিটার। এইডেন মারক্রাম, ট্রিস্টান স্টাবস, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার - সকলেই পাওয়ার হিটার। আফগান স্পিন-জাল ছিঁড়ে বেরতে পারবেন?


আরও পড়ুন: বয়স মাত্র ১১, দু'হাতে বল করে তাক লাগাচ্ছে অরিক্তা, হাওড়ার কিশোরীর চোখে জাতীয় দলের স্বপ্ন


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।