সেন্ট লুসিয়া: শুরুতেই ওদের লড়াইয়ের দিকে নজর ছিল সবার। জোফ্রা আর্চার বনাম কুইন্টন ডি কক দ্বৈরথ কেমন উত্তেজন হয়, সেটাই দেখতে চেয়েছিলেন ক্রিকেট প্রেমীরা। ২ জনেই ভাল পারফর্ম করলেন। নিজের প্রথম ওভারে ডি ককের হাতে ধুমধাড়াক্কা মার খেলেন আর্চার। ২১ রান খরচ করলেন। তবে লড়াই তো সেয়ানে সেয়ানে। তাই দ্বিতীয় ওভারে এসেই তুলে নিলেন প্রােটিয়া তারকার উইকেট। ডি কক খেললেন ৬৫ রানের ইনিংস। আর্চার নিজের চার ওভারের স্পেলে তুলে নিলেন ৩ উইকেট। দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করতে নেমে ইংল্য়ান্ডের বিরুদ্ধে ৬ উইকেট হারিয়ে ১৬৩ রান বোর্ডে তুলে নিল। ক্যামিও ইনিংস খেললেন ডেভিড মিলার।