SA vs WI Live: ছক্কা হাঁকিয়ে দলকে জেতালেন ইয়েনসেন, ক্যারিবিয়ান বধে সেমিতে জায়গা পাকা দক্ষিণ আফ্রিকার

T20 World Cup 2024: সুপার এইটের মহারণে মুখোমুখি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। নিজেদের ঘরের মাঠে বিশ্বকাপের আসরে খেলতে নেমেছে ক্য়ারিবিয়ানরা। 

ABP Ananda Last Updated: 24 Jun 2024 10:29 AM
SA vs WI Live Score: ম্য়াচ জিতল প্রোটিয়ারা

৩ উইকেটে ম্য়াচ জিতল দক্ষিণ আফ্রিকা। সেমিফাইনালে জায়গা পাকা করে নিল মারক্রামের দল। 

SA vs WI Live: তৃতীয় শিকার চেজের

চেজের তৃতীয় শিকার। কেশব মহারাজকেও দেখালেন প্যাভিলিয়নের রাস্তা। দক্ষিণ আফ্রিকা কি সহজ ম্যাচ হেরে যাবে? 

SA vs WI Live Score: আউট স্টাবসও

আবার উইকেট পেলেন রস্টন চেজ। এবার ফিরিয়ে দিলেন তিনি ত্রিস্টান স্টাবসকে। দক্ষিণ আফ্রিকার ষষ্ঠ উইকেটের পতন।

SA vs WI Live: আউট মিলারও

১৪ বলে ৪ রান করে রস্টন চেজের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরলেন ডেভিড মিলার। ১২ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর ৯৪/৫।

SA vs WI Live Score: আউট ক্লাসেন

ক্রমশ আক্রমণাত্মক ব্য়াটিং করতে চলা ক্লাসেনকে ফেরালেন আলজারি জোসেফ। ১০ বলে ২২ রান করে ক্লাসেন আউট। 

SA vs WI Live: আউট মারক্রাম

১৫ বলে ১৮ রান করে প্য়াভিলিয়নে ফিরলেন এইডেন মারক্রাম। ৭ ওভারে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৭০/৩। ১০ ওভারে ৫৭ রান প্রয়োজন তাদের ম্য়াচ জিততে। 

SA vs WI Live Score: ১৭ ওভারে প্রোটিয়াদের লক্ষ্যমাত্র ১২৩

বৃষ্টি কমলে ফের শুরু হল খেলা। ডি এল এস মেথডে ১৭ ওভারে লক্ষ্যমাত্রা কমে দাঁড়াল ১২৩।

SA vs WI Live: শুরু বৃষ্টি

২ ওভার শেষে ২ উইকেট হারিয়ে বোর্ডে ১৫ রান তুলে নিল দক্ষিণ আফ্রিকা। ১৮ ওভারে এখনও তাদের ম্য়াচ জিততে প্রয়োজন ১২১ রান। তবে এরইমধ্যে বৃষ্টি শুরু হওয়ায় খেলা আপাতত স্থগিত রয়েছে।

SA vs WI Live Score: আউট ডি কক

দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় উইকেটের পতন। ফের উইকেট রাসেলের। এবার ফেরালেন ফর্মে থাকা ডি কককে। ১২ রান করে ফিরলেন প্রোটিয়া তারকা।

SA vs WI Live: রাসেলের বলে আউট হেন্ড্রিক্স

খাতা খোলার আগেই রাসেলের বলে পুরানের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন রেজা হেন্ড্রিক্স। দলের ১২ রানের মাথায় প্রথম উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা।

SA vs WI Live Score: অর্ধশতরান হাঁকান চেজ

৪২ বলে ৫২ রানের ইনিংস খেলেন রস্টন চেজ। নিজের ইনিংসে ক্যারিবিয়ান অলরাউন্ডার তিনটি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকান।

SA vs WI Live: ২০ ওভারে ক্যারিবিয়ানের স্কোর ১৩৫/৮

নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে বোর্ডে ১৩৫ রান তুলে নিল ওয়েস্ট ইন্ডিজ। 

প্রেক্ষাপট

অ্যান্টিগা: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের মহারণে মুখোমুখি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। নিজেদের ঘরের মাঠে বিশ্বকাপের আসরে খেলতে নেমেছে ক্য়ারিবিয়ানরা। এই ম্য়াচের আগে দক্ষিণ আফ্রিকা গ্রুপের শীর্ষে ছিল। কিন্তু আজকের ম্য়াচে যদি ক্যারিবিয়ানরা জয় ছিনিয়ে নেয় তবে কিন্তু শীর্ষস্থান হারাতে পারে মারক্রাম বাহিনী। আগের ম্য়াচে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একপেশে লড়াইয়ে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। আজকের ম্য়াচ ক্য়ারিবিয়ানদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ ইংল্যান্ড রয়েছে এই গ্রুপে। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.