মুম্বই: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) দল বাছাইয়ের পর থেকেই বিতর্ক দানা বেঁধেছে। অনেক যোগ্য ক্রিকেটারদের দলে রাখা হয়নি বলে সমালোচিত হতে হচ্ছে নির্বাচকমণ্ডলীকেও। অজিত আগরকরের (Ajit Agarkar) নেতৃত্বাধীন নির্বাচকমণ্ডলী বেছে নিয়েছে ১৫ সদস্যের ভারতীয় স্কোয়াড (Indian Cricket Team Squad)। কিন্তু সেই দলে নেই রুতুরাজ গায়কোয়াড, রিঙ্কু সিংহ, শুভমন গিল, কে এল রাহুলের মত তারকারা। এমনকী চার স্পিনার নিয়ে আমেরিকার মাটিতে বিশ্বকাপ খেলতে যাওয়ার পরিকল্পনা নিয়েও প্রশ্ন উঠেছে। এবার দল বাছাই নিয়ে নির্বাচকদের খোঁচা দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার কৃষ্ণমাচারি শ্রীকান্ত। বিশ্বকাপজয়ী প্রাক্তন ক্রিকেটার দল বাছাইয়ের ক্ষেত্রে পক্ষপাতিত্বের অভিযোগও তুলেছেন।


এক ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকারে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল নির্বাচন প্রসঙ্গে শ্রীকান্ত বলেন, ''আমার মনে হয় রুতুরাজ নিঃসন্দেহে দলে ঢুকে পড়তে পারে। এখনও পর্যন্ত ১৭টি টি-টোয়েন্টি ম্য়াচে মোট ৫০০ রান করেছে। একটি সেঞ্চুরিও রয়েছে ওর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।'' রিঙ্কু সিংহের মূল দলে না থাকা প্রসঙ্গেও মুখ খুলেছেন শ্রীকান্ত। তিনি এই সিদ্ধান্তকে 'জঘন্য' আখ্যা দিয়েছেন। রিঙ্কুর প্রসঙ্গে মুখ খুলে তিরাশির বিশ্বকাপজয়ী ভারতীয় দলের প্রাক্তন ওপেনার বলেন, ''রিঙ্কু কোন যুক্তিতে মূল দলের বাইরে? দক্ষিণ আফ্রিকার মতা কঠিন পিচে রান করেছে। অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের বিরদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ধারাবাহিকভাবে রান করেছে রিঙ্কু। ১৭৬ এর ওপর স্ট্রাইক রেট, ৮৯ এর গড়। আর কী চাই? ও তো যে কোনও অঙ্কে মূল দলে ঢুকে পড়বেই।''


 






শুভমন গিলের রিজার্ভ প্লেয়ার হিসেবে দলে জায়গা পাওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন শ্রীকান্ত। তিনি বলছেন, ''রুতুরাজ যে কোনও সময় গিলের থেকে টি-টোয়েন্টিতে যোগ্য প্লেয়ার। গিলের সাম্প্রতিক পারফরম্য়ান্স কোথায় ভাল? টেস্ট, টি-টোয়েন্টি, ওয়ান ডে কোনও ফর্ম্য়াটেই বিশাল কিছু পারফরর্ম করতে পারেনি ও। কিন্তু তবুও ও দলের রিজার্ভে। ব্যক্তিগত পছন্দের নিরিখে দল বাছাই করা হয়েছে।''