নিউ ইয়র্ক: ভারতীয় ইনিংসের ১৫তম ওভার তখন সবে শেষ হয়েছে। তখনও পর্যন্ত বেশ চাপে রয়েছে টিম ইন্ডিয়া। ক্রিজে সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ও শিবম দুবে (Shivam Dubey)। ভারতের স্কোর ৭৬/৩। ম্যাচ জিততে তখনও ৩০ বলে ৩৫ রান চাই। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টির স্টেডিয়ামে এক-একটা রান নিতেই যেন গলদঘর্ম অবস্থা। ভারতীয় ক্রিকেটপ্রেমীরাও অশনি সংকেত দেখছেন। পাকিস্তানের পর এবার ভারতকেও মার্কিন কাঁটায় বিদ্ধ হতে হবে না তো?


আচমকা আম্পায়ার পেনাল্টি করলেন আমেরিকাকে। ৫ রান উপহার দেওয়া হল ভারতকে। তৎক্ষণাৎ ভারতের পরিবর্তিত লক্ষ্য দাঁড়াল ৩০ বলে ৩০ রান। সেই কঠিন পরিস্থিতিতে ৫ রান যেন সঞ্জীবনীর মতো। শেষ পর্যন্ত ১০ বল বাকি থাকতে লক্ষ্যপূরণ করল ভারত। ৭ উইকেটে ম্যাচ জিতে প্রথম দল হিসাবে জায়গা করে নিল সুপার এইটে। 


 






কিন্তু ১৬তম ওভারে কেন ৫ রান পেনাল্টি দেওয়া হল ভারতকে? অদ্ভুত এক নিয়মের শিকার হলেন সৌরভ নেত্রাভালকরেরা। আইসিসি নিয়ম করেছে, এক ইনিংসে যদি ফিল্ডিং টিম তিনবার নতুন ওভার শুরু করতে ৬০ সেকেন্ডের বেশি সময় নেয়, তাহলে সেই দলকে ৫ রান পেনাল্টি করা হবে। নতুন সেই নিয়মেই বুধবার কপাল পুড়ল আমেরিকার।


নিউ ইয়র্কে ম্যাচের প্রথমার্ধে ছিল ভারতীয় বোলারদের দাপট। বিশেষ করে অর্শদীপ সিংহের। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত। প্রথম ওভারেই জোড়া উইকেট তুলে নেন বাঁহাতি পেসার অর্শদীপ। সব মিলিয়ে ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে ৪ উইকেট নেন। টি-২০ কেরিয়ারের সেরা বোলিং ফিগার অর্শদীপের। তিনিই ম্যাচের সেরা। প্রথমে ব্যাট করে আমেরিকা ১১০/৮ স্কোরে আটকে যায়। জবাবে ব্যাট করতে নেমে ভারত একটা সময় ২৫/৩ হয়ে গিয়েছিল। সেখান থেকে অবিচ্ছেদ্য চতুর্থ উইকেটে ৬৫ বলে ৬৭ রান যোগ করে দলকে জেতান সূর্য ও শিবম।