দোহা: বিতর্কিত গোলে কাতারের কাছে পরাজয় যে এত সহজে হজম করা হবে না, তা স্পষ্ট করে দিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা ও এশীয় ফুটবলের নিয়ামক সংস্থা এএফসি-র কাছে প্রতিবাদপত্র জমা দিলেন ভারতীয় ফুটবল সংস্থার (AIFF) প্রেসিডেন্ট কল্যাণ চৌবে (Kalyan Chaubey)।


মঙ্গলবার দোহায় ভারতের বিরুদ্ধে ০-১ গোলে পিছিয়ে পড়েছিল কাতার। এশীয় সেরাদের হার মানে শুধু যে ভারতীয় ফুটবলের মুকুটে রঙিন এক পালক হতো তাই নয়, ইতিহাস গড়তেন কোচ ইগর স্তিমাচের ছেলেরা। প্রথমবারের জন্য ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বের তৃতীয় রাউন্ডে পৌঁছে যেত ভারত।


কিন্তু দ্বিতীয়ার্ধে রেফারির একটি মহা বিতর্কিত সিদ্ধান্তে আঁধার নামে ভারতীয় শিবিরে। বল মাঠের বাইরে বেরিয়ে যাওয়ার পর তা টেনে ভেতরে এনে গোল করে কাতার। সেই গোলটিকে বৈধ গোলের তকমা দেন রেফারিরা। ভারতীয় ফুটবলাররা প্রতিবাদ করলেও তাতে আমল দেওয়া হয়নি। শেষ পর্যন্ত ২-১ গোলে ম্যাচ হেরে দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নেয় সুনীল ছেত্রী-হীন ভারত। কুয়েত অন্য ম্যাচে আফগানিস্তানকে ১-০ গোলে হারিয়ে তৃতীয় রাউন্ডের ছাড়পত্র আদায় করে নিয়েছে।


যা নিয়ে ফিফা ও এএফসি-র দ্বারস্থ হয়েছে সর্বভারতীয় ফুটবল সংস্থা। ফেডারেশন প্রেসিডেন্ট কল্য়াণ চৌবে জানিয়েছেন, ফিফার কাছে প্রতিবাদপত্র জমা দিয়েছেন তাঁরা। আনুষ্ঠানিকভাবে কল্যাণ জানিয়েছেন, ফিফা যোগ্যতা অর্জনকারী পর্বের প্রধান কর্তা, এএফসি রেফারিদের প্রধান এবং এএফসি প্রতিযোগিতার প্রধান কর্তাকে প্রতিবাদপত্র পাঠিয়েছেন তাঁরা।


 






২০২৬ সালের ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বের তৃতীয় রাউন্ডে পৌঁছনোর জন্য এই ম্যাচ জিততেই হতো ভারতকে। যে নজির আগে কোনওদিন গড়তে পারেনি ভারত। ৩৭ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়েও দেন লালরিনজুয়ালা ছাংতে। ইগর স্তিমাচের ছেলেরা দ্বিতীয়ার্ধেও ভাল শুরু করেন। এক সময় মনে হচ্ছিল, ম্যাচ জিততে চলেছে ভারত। কিন্তু রেফারির মারাত্মক ভুলের খেসারত দিতে হল ভারতকে। ৭৩ মিনিটের মাথায় যে বলটা গোলপোস্টের গা ঘেঁষে পরিষ্কার মাঠের বাইরে চলে যায়, সেটা কাতারের প্লেয়ার ভেতরে টেনে এনে গোল করেন। রেফারি সেটি গোল দিয়ে দেন। ভারতীয় ফুটবলাররা প্রতিবাদ করলেও তাতে কর্ণপাত করেননি রেফারি। ৮৫ মিনিটের মাথায় আমেদ আল রাওইর গোলে স্বপ্নভঙ্গ হয় ভারতের। 


আরও পড়ুন: সুনীল-জমানা পরবর্তী প্রথম ম্যাচে তুমুল বিতর্ক, কাতারের কাছে ২-১ ব্যবধানে হেরে স্বপ্নভঙ্গ ভারতের


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।