ব্রিজটাউন: টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) এখনও পর্যন্ত অপরাজিত ভারত। গ্রুপ পর্বের শীর্ষে থেকে সুপার এইটে জায়গা করে নিয়েছেন রোহিত শর্মারা। বৃহস্পতিবার সুপার এইটের প্রথম ম্যাচে ভারতের সামনে আফগানিস্তান। যে ম্যাচ জিতে গেলে সেমিফাইনালের দিকে এক কদম এগিয়ে যাবে টিম ইন্ডিয়া। আফগানদের (IND vs AFG) হারিয়ে লক্ষ্যপূরণের দিকে আরও এক পা বাড়াবে ভারত? নাকি চমক দেবেন রশিদ খান, মহম্মদ নবিরা?


সুপার এইটে ভারতের প্রথম ম্যাচের আগে চর্চায় বিরাট কোহলির ফর্ম। টি-২০ ক্রিকেটে দুরন্ত ছন্দে ছিলেন। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর প্লে অফ থেকেই ছিটকে গিয়েছিল। তবে স্বপ্নের ছন্দে ছিলেন বিরাট কোহলি। সাতশোর ওপর রান করে তিনি জিতে নিয়েছিলেন অরেঞ্জ ক্যাপ।


যদিও টি-২০ বিশ্বকাপে ছন্দে নেই কোহলি। আইপিএলে তিনি ওপেন করে সফল। যে কারণে তাঁকে ওপেনার হিসাবেই টি-২০ বিশ্বকাপেও খেলানো হচ্ছে। তবে রান পাচ্ছেন না কিংগ কোহলি। বৃহস্পতিবার ব্রিজটাউনে আফগান বোলারদের পিটিয়ে রান পান কি না, দেখার অপেক্ষায় বিরাট ভক্তরা।


ভারত গ্রুপ পর্বের সব ম্যাচ খেলেছে আমেরিকায়। তিনটি ম্যাচ খেলেছে নিউ ইয়র্কে। যেখানকার পিচ নিয়ে প্রশ্ন উঠেছে। বড় রান ওঠেনি। ফলে টি-২০ সুলভ খেলা দেখা যায়নি। পেসাররা ছড়ি ঘুরিয়েছেন। ভারত তিন পেসারের পাশাপাশি পেসার অলরাউন্ডার হিসাবে খেলিয়েছে হার্দিক পাণ্ড্যকে। ফ্লোরিডায় ভারতের গ্রুপ পর্বের শেষ ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল।


 






তবে সুপার এইট পর্বে ভারতের ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ়ে। সেখানে কি একজন পেসারকে বসিয়ে সম্প্রতি দুরন্ত ছন্দে থাকা কুলদীপ যাদবকে খেলানো হবে? দেখার অপেক্ষার ক্রিকেটপ্রেমীরা। রোহিত শর্মা নিজে চান অলরাউন্ডারের সংখ্যা বেশি রাখতে। সেক্ষেত্রে শিবম দুবে, অক্ষর পটেল, হার্দিক পাণ্ড্য কিংবা রবীন্দ্র জাডেজারা এগিয়ে। তবে অর্শদীপ সিংহ ও মহম্মদ সিরাজের মধ্যে একজনকে বসিয়ে চায়নাম্যান স্পিনার কুলদীপকে খেলানো হতে পারে।                            


আরও পড়ুন: আটকে গেলেন রোনাল্ডো, শেষ মুহূর্তের গোলে চেক কাঁটা পেরোল পর্তুগাল


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।