লাইপজিগ: প্রথম ম্যাচের আগেই বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করে দিয়েছিল, 'থালা ফর আ রিজ়ন।' ফিফার বার্তায় তামিল! আসলে ক্রিকেট মাঠের এক কিংবদন্তির সঙ্গে ফুটবল মাঠের এক মহাতারকাকে মিলিয়ে দিয়েছিল ফিফা (FIFA)।
মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni) ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। ধোনিকে চেন্নাই সুপার কিংসের ভক্তরা 'থালা' বলে ডাকেন। রোনাল্ডোর সঙ্গে তাঁর মিল বলতে, দুজনই পরেন ৭ নম্বর জার্সি। জার্সির সঙ্গে ছন্দ মিলিয়ে রোনাল্ডোকে ডাকা হয় সিআরসেভেন।
ইউরো কাপের প্রথম ম্যাচে চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে গোল পেলেন না সেই রোনাল্ডো। তবু পর্তুগাল ম্যাচ জিতল। ২-১ গোলে জিতে ইউরো কাপে অভিযান শুরু করল পর্তুগাল (Portugal vs Czech Republic)।
রোনাল্ডোর গোল না পাওয়ার রাতে পর্তুগালের রক্ষাকর্তা হয়ে হাজির হলেন তরুণ ফ্রান্সিসকো কনসিকাও (Francisco Conceicao)। দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমের একেবারে শেষ মুহূর্তে গোল করেন পোর্তোর ২০ বছর বয়সী ফুটবলার।
অল্পের জন্য হারের তিক্ত অভিজ্ঞতা পেতে হল না পর্তুগিজ শিবিরকে। চেক প্রজাতন্ত্র প্রথমে গোল করে এগিয়ে গিয়েছিল। সকলের নজর ছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দিকে। ৩৯ বছরের মহাতারকা প্রথমার্ধে গোল করার ভাল সুযোগও পেয়েছিলেন। কিন্তু ব্যর্থ হন।
চেক প্রজাতন্ত্রকে গোল করে এগিয়ে দেন লুকাস প্রোভোড। পর্তুগালের আক্রমণভাগকে তখন বেশ নখদন্তহীন দেখাচ্ছিল। তবে আত্মঘাতী গোল করে বসেন রবিন রানাক। এরপর পর্তুগালের একটি গোল বাতিল হয়। রোনাল্ডোর শট ক্রসবারে প্রতিহত হলে ফিরতে বলে হেডে গোল করেছিলেন দিয়োগো জোতা। তবে সেটি অফসাইডের কারণে বাতিল হয়। ভার প্রযুক্তিতে দেখা যায়, রোনাল্ডোর কাঁধ অফসাইড লাইনের বাইরে ছিল।
অবশেষে রবার্তো মার্তিনেজের দলের জন্য স্বস্তির বার্তা বয়ে আনেন কনসিচাও। পরিবর্ত হিসাবে মাঠে নামার ১১১ সেকেন্ডের মধ্যে গোল করেন তিনি।
আরও পড়ুন: ইস্টবেঙ্গলে তরুণ তুর্কি, লাললাংসাঙ্গাকে তিন বছরের চুক্তিতে সই করাল লাল হলুদ
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।