নয়াদিল্লি: বার্বাডোজে বিশ্বজয়ের পরেই এসেছিল সোশ্যাল মিডিয়া বার্তা। তাতেই শেষ নয়, টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024) জয়ের জন্য বাহবা জানাতে টিম ইন্ডিয়ার তারকাদের সঙ্গে ফোনে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। বিরাট (Virat Kohli), রোহিতদের (Rohit Sharma) দেশ প্রধানমন্ত্রীরCr ফোন পেয়ে বেশ উচ্ছ্বসিতই দেখায়।


মাত্র মাসকয়েক আগের ব্যাপার আমদাবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫০ ওভারের বিশ্বকাপে পরাজয়ের পর কান্নায় ভেঙে পড়া রোহিত, বিরাটদের ভারতীয় সাজঘরে সান্ত্বনা দিতে দেখা গিয়েছিল প্রধানমন্ত্রী মোদিকে। সেইবার ফাইনাল শেষে স্বপ্নভঙ্গ হয়েছিল। বার্বাডোজে শনিবার ফের কাঁদলেন রোহিতরা, তবে এবারের কান্নাটা আনন্দের, স্বপ্নপূরণের, স্বস্তির। সেই আনন্দের মুহূর্তে ভারতীয় দলের ক্রিকেটারদের বাহবা জানাতেই ফোন গিয়েছিল বার্বাডোজে। রোহিতদের সঙ্গে কথা বলার কথা নিজেই এক সোশ্যাল মিডিয়া পোস্ট মারফত জানান প্রধানমন্ত্রী।


তিনি লেখেন, 'ভারতীয় দলের সঙ্গে কথা বলে টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের দুরন্ত সাফল্যের জন্য শুভেচ্ছা জানালাম। গোটা টুর্নামেন্টজুড়েই ওরা দুরন্ত দক্ষতা এবং অনবদ্য উদ্যমের পরিচয় দিয়েছে। দলের প্রতি প্রতিটি খেলোয়াড়ের দায়বদ্ধতাই সকলের জন্য অনুপ্রেরণা।'


 






ভারতীয় দলের তারকাদের মধ্যে বিরাট, রোহিত এবং কোচ রাহুল দ্রাবিড়কে তিনি বিশেষভাবে শুভেচ্ছা জানান। কোহলি ও রোহিত বিশ্বজয়ের পরেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানিয়েছে। অপরদিক কোচ হিসাবে এটাই রাহুল দ্রাবিড়ের শেষ ম্যাচ ছিল। রোহিতের দুরন্ত নেতৃত্ব এবং অসামান্য বিশ ওভারের কেরিয়ারের জন্য তাঁকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। কোহলিকে কৃতজ্ঞতা জানান ভারতীয় ক্রিকেটে তাঁর অবদানের জন্য। কোচ দ্রাবিড় যে অনুপ্রেরণার অপর নাম এবং তাঁর হাতে কাপ উঠতে দেখে যে তিনি ভীষণ খুশি, সেকথাও জানাতে ভোলেননি মোদি। এই মহতারকাদের পাশাপাশি ম্যাচ ঘোরানো দুরন্ত স্পেলের জন্য যশপ্রীত বুমরারও প্রশংসা করতে ভোলেননি প্রধানমন্ত্রী।  


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: বার্বাডোজে বিরাটের স্বপ্নপূরণর দিনে উদ্বিগ্ন কোহলি-কন্যা! সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন অনুষ্কা?