মুম্বই: স্বপ্নপূরণের সন্ধে। আবেগের সন্ধে। বার্বাডোজে মায়াবী দিনে বিশ্বকাপ ট্রফি (T20 World Cup 2024) হাতে নিয়েই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানালেন বিরাট কোহলি (Virat Kohli)। পরবর্তী প্রজন্মকে জায়গা ছেড়ে দিতেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত তাঁর। তবে বাবার স্বপ্নপূরণের দিনে বার্বাডোজ থেকে বেশ খানিকটা দূরে কোহলি-কন্য়া ভামিকার উদ্বেগ অন্য।


ভারতের ঐতিহাসিক জয়ের পর বিরাটের স্ত্রী তথা বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka Shrama) ভারতকে শুভেচ্ছা জানান। পাশাপাশি তাঁদের খুদে ভামিকার (Vamika Kohli) বিশেষ উদ্বেগ সম্পর্কেও সকলকে অবগত করান। তিনি লেখেন, 'সকলকে টিভিতে কাঁদতে দেখে আমাদের মেয়ের সবথেকে বড় উদ্বেগ ছিল যে সকল খেলোয়াড়দের সান্ত্বনা দেওয়ার জন্য, জড়িয়ে ধরার জন্য কেউ আছেন কি না। হ্যাঁ, প্রিয়। ওদের ১৫০ কোটি জনগণ আলিঙ্গন করছেন। কী দুরন্ত জয়, কী ঐতিহাসিক কৃতিত্ব! চ্যাম্পিয়ন্স- অনেক অনেক শুভেচ্ছা।' অনুষ্কার পোস্টে হার্দিক, কোহলি, দ্রাবিড়, রোহিতদের বিশ্বজয়ের পর আবেগঘন না না মুহূর্ত ভেসে ওঠে।


 






 


এছাড়া বিরাট কোহলিকে জয়ের জন্য আরেকটি পোস্টে বাহবা জানান অনুষ্কা। তিনি বিরাটের জন্য কতটা গর্বিত, তা স্পষ্টতই সেই পোস্টের মাধ্যমে ধরা পড়ে। এদিন ম্যাচশেষেই বিরাট নিজের পরিবার, অনুষ্কাকে ভিডিও কল করেছিলেন। সেখানেই পুত্র ও কন্যার সঙ্গে ভারতীয় তারকা ক্রিকেটারকে খুনসুটিতে মাততে দেখা যায়।


 






 


কোহলিকে দেখা গেল, মাঠ থেকেই মোবাইল ফোনে ভিডি করল করেছেন। ফোনের অপর প্রান্তে কে ছিল, বোঝা না গেলেও এটুকু বোঝা গিয়েছে যে, কন্যা ভামিকা, পুত্র অকায়ের সঙ্গে খুনসুটি করছেন কোহলি। জিভ বার করে ভেঙাতেও দেখা যায় কোহলিকে। তারপর গলায় ঝোলানো বিশ্বজয়ীর পদককে চুমু খান কোহলি। খানিক পরেই তাঁকে দেখা যায়, ভিডিও কলে মেয়েকে ধরে জাতীয় পতাকা দোলাচ্ছেন অনুষ্কা। কোহলির সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। বিশের ফর্ম্যাটে কোহলির শেষটা যে মধুর হল, তা বলাই বাহুল্য।


আরও পড়ুন: বিরাটের পর রোহিত, খেতাব জিতেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর বিশ্বজয়ী অধিনায়কের