কলকাতা: আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর দ্বিতীয় পর্বের টিকিট বিক্রি শুরু হতে চলেছে ১৪ জানুয়ারি থেকেই। এই দিন থেকেই বিশ্বকাপের ম্য়াচ দেখার জন্য নিজেদের আসন বুক করতে পারবেন ক্রিকেটপ্রেমীরা। আসন্ন বিশ্বকাপ ভারত ও শ্রীলঙ্কার মাটিতে হতে চলেছে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে টুর্নামেন্ট। ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্য়াচ দেখার টিকিট কীভাবে কাটবেন ক্রিকেটপ্রেমীরা, তা দেখে নেওয়া যাক ---

Continues below advertisement

ভারতীয় ক্রিকেট দলে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্য়াচগুলো দেখার জন্য tickets.cricketworldcup.com ওয়েবসাইট থেকে নিজেদের টিকিট কাটতে পারবেন সবাই। এছাড়া ভারতীয় ক্রিকেট দলের সমর্থকদের জন্য বুক মাই শো একটি বিকল্প। সেখান থেকে নির্দিষ্ট শহর ও কোন আসন বুক করতে চান, তাও দেখতে পাওয়া যাবে।

ভারতের গ্রুপের ম্য়াচগুলোর টিকিটের দাম শুরু হতে চলেছে ৫০০ টাকা থেকে। অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত বনাম নামিবিয়া ম্য়াচ হতে চলেছে। সেই ম্য়াচের টিকিট ৫০০ টাকা। ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত বনাম যুক্তরাষ্ট্র ম্য়াচের টিকিটের দাম শুরু হবে ২০০০ থেকে। 

Continues below advertisement

বাংলাদেশের বিশ্বকাপে অংশগ্রহণের ইস্যুতে বিসিসিআইয়ের সঙ্গে কথা বলবেন জয় শাহ

আগামী সাত ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপটুর্নামেন্টের অন্য়তম আয়োজক বিসিসিআই। বোর্ডের কর্তাদের সঙ্গে আলোচনায় বসতে চলেছে আইসিসি চেয়ারম্য়ান জয় শাহ। রবিবার তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তাদের সঙ্গে বৈঠক করবেন। বাংলাদেশের ভারতে খেলতে না আসার দাবি নিয়েই মূলত আলোচনা হবে বৈঠকে, খবর সূত্রের। ভারতে খেলতে না আসার ব্যাপারে আগেই নানা মত তোলা হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে। বিভিন্ন অংশ থেকে উঠেছিল প্রশ্ন। এখন বিষয়টি আরও সংবেদনশীল। ইতিমধ্যেই দু-দুবার আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। প্রথম চিঠিতে বাংলাদেশের ম্যাচ বারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় দেওয়ার কথা বলা হয়েছিল। তবে দ্বিতীয় চিঠিতে বদলে গিয়েছে ছবি।

উল্লেখ্য চিঠি পাওয়ার পর আইসিসির তরফে বাংলাদেশকে বলা হয়েছিল যে কেন্দ্র বদল করা সম্ভব নয়। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও দাবি ছিল যে ভারতে যদি একান্তই খেলতে যেতে হয় তাহলে যেতে হলে ক্রিকেটারসাপোর্ট স্টাফদের প্রত্যেকের জন্য আলাদা আলাদা নিরাপত্তা লাগবে। এমনকী বিসিবির তরফে এমনটাও জানানো হয়েছিল যে বোর্ডের বিভিন্ন কর্মকর্তাদের জন্যও আলাদা আলাদা নিরাপত্তা লাগবে। শোনা যাচ্ছে, বিসিবিকে এখনও কোনও জবাব দেয়নি আইসিসি। এই মুহূর্তে যা পরিস্থিতি জয় শাহ বিসিসিআইয়ের কর্তাদের সঙ্গে বৈঠক সারতে চায়