মুম্বই: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) জন্য নতুন দায়িত্ব পেলেন যুবরাজ সিংহ (Yuvraj Singh)। কুড়ির ফর্ম্য়াটের বিশ্বকাপের জন্য প্রচারমূলক কাজে দেখা যাবে প্রাক্তন ভারতীয় অলরাউন্ডারকে (Ex Indian All Rounder)। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর ঘোষণা করা হয়েছে যুবরাজকে। শুক্রবার এই ঘোষণা করেছে আইসিসি। ২০০৭ সালে প্রথম আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডের ওভারে ছয় ছক্কা হাঁকিয়েছিলেন যুবি। সেবার চ্যাম্পিয়নও হয়েছিল ধোনির নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া।
নতুন দায়িত্ব পাওয়ার পর প্রাক্তন বাঁহাতি অলরাউন্ডার বলেন, ''টি-টোয়েন্টি বিশ্বকাপে আমার স্মরণীয় কিছু মুহূর্ত রয়েছে। এক ওভারে ছটি ছক্কা রয়েছে। এবারের সংস্করণে অংশ হতে পেরে ভালো লাগছে। এবার যুক্তরাষ্ট্রে হবে ভারত-পাক লড়াই। বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ইভেন্ট বলে বিবেচিত হয় এই লড়াই। বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটারদের নতুন স্টেডিয়ামে দেখার সুযোগ থাকছে।''
ক্রিকেট যেভাবে আমেরিকা, কানাডার মত দেশে ছড়িয়ে পড়েছে, তারও সাধুবাদ জানান। আইসিসির তরফে এক বিবৃতিতে জেনারেল ম্য়ানেজার ক্লেয়ার ফার্লং জানান, ''আমরা পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের দূত হিসেবে যুবরাজকে পেয়ে গর্বিত অনুভব করছি। এই ফর্ম্যাটের ক্রিকেটে ওঁ একজন সফল প্লেয়ার। প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে খেলতে নেমেই ছয় ছক্কা হাঁকিয়েছিল ও। যা এই ফর্ম্য়াটের খেলার ছবিটাই বদলে দিয়েছিল। ক্রিস গেল ও উসেইন বোল্টকে পেয়েছিলাম। এবার অ্য়াম্বাসেডর হিসেবে আমরা যুবরাজকেও পেলাম।''
উল্লেখ্য, আগামী ৫ জুন থেকে শুরু হতে চলেছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। আগামী ২৯ জুন পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। ক্যারিবায়ন দ্বীপপুঞ্জে ও আমেরিকায় হবে এই বিশ্বকাপের আসর। মোট ২০টি দল ৯টি মাঠে মোট ৫৫টি ম্যাচ খেলবে। এর মধ্যে আগামী ৯ জুন ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে।