সিডনি: ঘোষিত হয়ে গেল টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) জন্য ১৫ সদস্যের অস্ট্রেলিয়া ক্রিকেট দল (Australia Cricket Team)। প্রত্যাশামতই অধিনায়ক নির্বাচিত করা হয়েছে মিচেল মার্শকে। চোটের জন্য দিল্লি ক্যাপিটালসের জার্সিতে আর না খেললেও দেশের জার্সিতে কুড়ির ফর্ম্য়াটের বিশ্বকাপে তিনিই নেতৃত্বভার সামলাবেন। তবে দলে জায়গা পাননি অভিজ্ঞ স্টিভ স্মিথ, জেসন বেহরনডর্ফ। এমনকী সুযোগ পাননি চলতি আইপিএলে দারুণ পারফর্ম করা জ্যাক ফ্রেসার ম্য়াকগুর্ক। তবে অভিজ্ঞ বাঁহাতি ওপেনার ডেভিড ওয়ার্নারকে নেওয়া হয়েছে দলে। 


অ্য়াস্টন অগার ২০২২ সালে অস্ট্রেলিয়ার মাটিতে শেষবার যখন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নেমেছিল, সেই সময়ই শেষবার এই ফর্ম্য়াটে খেলতে নেমেছিলেন। কিন্তু তাঁকেও দলে সুযোগ দেওয়া হয়েছে। মার্কাস স্টোইনিস চলতি আইপিএলের শুরুতে ভাল পারফর্ম করতে না পারলেও শেষ পর্যন্ত জাতীয় দলে জায়গা করে নিয়েছেন। 


ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি বলছেন, ''আমার মনে হয় অস্ট্রেলিয়া দলটা দারুণ ভারসাম্য়যুক্ত হয়েছে। এই দলে অভিজ্ঞ ক্রিকেটারও রয়েছে। যাঁরা এর আগেও বিশ্বকাপ খেলেছে।  টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া ভাল ফল করবে বলেই আমি আশাবাদী।''


দলে স্মিথ, বেহেরনডর্ফের মত অভিজ্ঞ ক্রিকেটারদের না নেওয়া নিয়ে বেইলি বলেন, ''বৈঠকে স্মিথ, বেহেরনডর্ফ, অ্যারন হার্ডি, স্পেনসার জনসনদের নিয়ে অনেক আলোচনা হয়েছিল। আমাদের পক্ষেও কাজটা কঠিন এত জনের মধ্যে ১৫ সদস্য়ের দল বেছে নেওয়া। তবে আমি মনে করি যারা যারা দলে সুযোগ পেল তা তাদের দিকেও আমরা নজর রেখেছি। প্রয়োজনে যাতে তাঁদেরকে দলে অন্তর্ভূক্ত করা যায়, সেই দিকেও খেয়াল রাখছি আমরা।''


 






টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার স্কোয়াড


মিচেল মার্শ (অধিনায়ক), প্যাট কামিন্স, অ্য়াস্টন অগার, গ্লেন ম্য়াক্সওয়েল, টিম ডেভিড, মার্কাস স্টোইনিস, অ্যাডাম জাম্পা, ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, জস ইংলিশ, নাথান এলিস, মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড, ম্য়াথু ওয়েড, ক্যামেরন গ্রিন


উল্লেখ্য, গতকালই ভারতীয় দল ঘোষণা করা হয়েছে টি-টােয়েন্টি বিশ্বকাপের জন্য। রোহিত শর্মার ডেপুটি হিসেবে বেছে নেওয়া হয়েছে হার্দিক পাণ্ড্যকে। দলে সুযোগ পেয়েছেন শিবম দুবে, অক্ষর পটেল, ঋষভ পন্থও। রিজার্ভে রয়েছেন শুভমন গিল, রিঙ্কু সিংহরা।