লন্ডন: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) জন্য ঘােষিত ইংল্যান্ড দলে ঢুকে পড়লেন জোফ্রা আর্চার (Jofra Archer)। গত বছর বাংলাদেশের (Bangladesh Cricket Team) বিরুদ্ধে শেষবার জাতীয় দলের জার্সিতে মাঠে নেমেছিলেন। চোটের জন্য বারবার ভুগতে হয়েছে এই ডানহাতি স্পিডস্টারকে। তবে তাঁকে নিয়েই টি-টােয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (England Cricket Board)। তাঁর সঙ্গে দলে ঢুকে পড়লেন ক্রিস জর্ডনও।
ডানহাতের কনুইয়ের চোটে দীর্ঘদিন ভুগছিলেন আর্চার। আইপিএলেও গত ২ মরশুমে খেলেননি তিনি। গত বছর ওয়ান ডে বিশ্বকাপেও ইংল্যান্ডের স্কোয়াডে ছিলেন না আর্চার। তবে ২৯ বছরের এই ডানহাতি পেসার সাসেক্সের প্রি সিসন ক্যাম্পে অংশ নিয়েছিলেন। এছাড়াও বার্বাডোজের ক্লাব ক্রিকেটে খেলেছেন আর্চার।
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত ইংল্যান্ড দল
জস বাটলার, মঈন আলি, জোফ্রা আর্চার, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, স্য়াম কারান, বেন ডাকেট, টম হার্টলি, উইল জ্যাকস, ক্রিস জর্ডন, লিয়াম লিভিংস্টোন, আদিল রাশিদ, ফিল সল্ট, রিস টোপলি, মার্ক উড
২০২৩ সালে সেপ্টেম্বরে শেষবার ইংল্যান্ডের জার্সিতে টি-টােয়েন্টি খেলেছিলেন জোফ্রা। সম্প্রতি পাকিস্তান সুপার লিগে খেলেছেন। ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি খেলেছেন। বিগ ব্য়াশে হোবার্ট হারিকেনের হয়ে খেলেছেন জোফ্রা। যেই টুর্নামেন্টে ১৭ বলে ঝোড়ো অর্ধশতরানের ইনিংসও খেলেছিলেন তিনি।
টম হার্টলি একমাত্র আনক্যাপড প্লেয়ার হিসেবে দলে ঢুকেছেন রেহান আহমেদের জায়গায়। ইংল্যান্ডের যে স্কোয়াড ভারত সফরে এসেছিল। সেই সিরিজে দারুণ পারফর্ম করেছিলেন বাঁহাতি স্পিনার। এছাড়ও উইল জ্যাকস রয়েছেন যাঁর কোনও বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা নেই।
জ্যাকস আরসিবির জার্সিতে আগের ম্য়াচেই শতরান হাঁকিয়েছেন। ফিল সল্ট প্রতি ম্য়াচেই কেকেআরের জার্সিতে ওপেনিংয়ে নেমে রান করছেন ধারাবাহিকভাবে। দেশের মাটিতে পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেও এই দু জনের পারফরম্য়ান্সের দিকে নজর থাকবে।
ইংল্যান্ড স্কোয়াডে সুযোগ পেয়েছে হ্যারি ব্রুক। ঠাকুমার মৃত্যুর পর আইপিএল থেকে সরে দাঁড়িয়েছিলেন ব্রুক। তবে ক্রিস ওকস, ডেভিড মালানদের দল নেওয়া হয়নি। স্টোকস তো নিজেই জানিয়ে দিয়েছিলেন বোর্ডকে যে তাঁকে যেন বিবেচনা না করা হয় টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য।