নিউ ইয়র্ক: না, তিনি আইপিএল (IPL 2024) চ্যাম্পিয়ন হননি। বরং তাঁর নেতৃত্বে আইপিএলে মুখ থুবড়ে পড়েছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। দশ দলের টুর্নামেন্টে দশম স্থানে শেষ করেছে। সেই সঙ্গে আইপিএল শেষ হওয়ার আগে থেকেই শুরু হয়েছে তাঁর ডিভোর্স নিয়ে জল্পনা। নাতাশা স্ত্যাঙ্কোভিচের সঙ্গে নাকি বিবাহ বিচ্ছেদ হতে চলেছে হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya)!


তবে বিতর্ক আর জল্পনার আবহে ভারতীয় শিবিরে যোগ দিলেন হার্দিক। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতেও নেমে পড়লেন। নিজেই ছবি পোস্ট করে সেই খবর জানালেন বঢোদরার অলরাউন্ডার। জানালেন, বিরাট দায়িত্ব এবার তাঁর ওপর। জাতীয় দলের হয়ে ভাল কিছু করার দায়িত্ব।


আইপিএল শেষ হওয়ার পরেও ভারতীয় শিবিরে দেখা যাচ্ছিল না হার্দিককে। তাঁর দল মুম্বই ইন্ডিয়ান্স আইপিএলের চূড়ান্ত পর্বের আগেই ছিটকে যাওয়ার পরেও দেখা মিলছিল না হার্দিকের। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচের আগে আর এক সপ্তাহও বাকি নেই। প্রশ্ন উঠছিল, কোথায় গেলেন হার্দিক? এও আলোচনা হচ্ছিল যে, নাতাশার সঙ্গে বিচ্ছেদ নিয়ে ব্যক্তিগত জীবনে ঝড় ওঠাতেই কি বিশ্বকাপের শিবিরে নেই অলরাউন্ডার?


 






তবে কয়েকটি সূত্র থেকে জানা গিয়েছিল যে, হার্দিক আইপিএল মেটার পরই বিদেশে ছুটি কাটাতে গিয়েছেন। সেখান থেকে সরাসরি নিউ ইয়র্কে গিয়ে দলের সঙ্গে যোগ দেবেন। সেটাই হল। নিউ ইয়র্কে গিয়ে ভারতীয় শিবিরে যোগ দিলেন হার্দিক। বুধবার সাতসকালে ভারতের প্র্যাক্টিস জার্সি পরে নিজের একটি ছবি পোস্ট করেছেন হার্দিক। সঙ্গে লিখেছেন, 'এবার ভারতীয় দলের কর্তব্যপালনে।' 


আইপিএলে রোহিত শর্মাকে সরিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক করা হয়েছিল হার্দিককে। সেই থেকেই শুরু হয়েছিল বিতর্ক। সমালোচনায় বিদ্ধ হতে হয়েছিল হার্দিককে। মুম্বই শিবিরে বিভাজন নিয়েও খবর বাইরে আসছিল। তারই মাঝে জানা যায়, স্ত্রী নাতাশার সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটছেন হার্দিক। যদিও এ নিয়ে কোনও পক্ষই মুখ খোলেনি।


সব বিতর্ক দূরে সরিয়ে টি-২০ বিশ্বকাপে নিজের সেরাটা দিতে পারবেন বঢোদরার তারকা অলরাউন্ডার?                    


আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপের আগে মার্কিন মুলুকে প্রস্তুতি শুরু বুমরা-সূর্যদের, কী বার্তা দিলেন?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।