মুম্বই: গোটা দেশ চেয়ে রয়েছে শনিবার দুপুরের দিকে। যখন মুম্বইয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সদর দফতরে ঘোষিত হবে নিউজ়িল্যান্ড সিরিজের জন্য ভারতের টি-২০ দল। তার চেয়েও গুরুত্বপূর্ণ, তখনই ঘোষণা করা হবে আসন্ন টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) ভারতীয় দলও।
সূত্রের খবর, ভারতীয় টি-২০ দলে খুব বেশি চমক থাকবে না। তবে তিনজন ক্রিকেটারকে নিয়ে চর্চা চলতে পারে বলে খবর। কারা তাঁরা? শুভমন গিল, রিঙ্কু সিংহ ও ওয়াশিংটন সুন্দর।
শুভমনকে টেস্ট ও ওয়ান ডে দলের পর টি-২০ ফর্ম্যাটেও জাতীয় দলের অধিনায়ক ভেবে ফেলা হয়েছে। যে কারণে তাঁকে টি-২০ দলের সহ অধিনায়ক করা হয়েছে। এমনকী, শুভমনকে টি-২০ দলে জায়গা করে দিতে ছেঁটে ফেলা হয়েছে যশস্বী জয়সওয়ালকে, একাদশে অনিশ্চিত হয়ে পড়েছেন সঞ্জু স্যামসন, উপেক্ষার তালিকায় ঈশান কিষাণও।
তবে চিন্তায় রাখছে শুভমনের ফর্ম ও ফিটনেস। প্রথমে ঘাড়ের ব্যথা, তারপর পায়ের পাতায় চোট, ফিটনেস নিয়ে বারবার সমস্যায় পড়ছেন শুভমন। তাঁকে বিশ্বকাপের দলে দেখা যাবে? জোর জল্পনা শুরু হয়েছে।
টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হিসাবে নামবে ভারত। ২০২৪ সালে রোহিত শর্মার নেতৃত্বে বিশ্বকাপ জিতেছিল টিম ইন্ডিয়া। বিশ্বকাপ জিতে আন্তর্জাতিক টি-২০ থেকে অবসর নিয়েছিলেন রোহিত, বিরাট কোহলি ও রবীন্দ্র জাডেজা। তারপর নেতৃত্বের ব্যাটন যায় সূর্যকুমার যাদবের হাতে। তারপর থেকে দলে খুব বেশি বদল হয়নি। শুধু এশিয়া কাপের সময় থেকে অভিষেক শর্মার সঙ্গে ওপেনার হিসাবে জুড়ে দেওয়া হয়েছে শুভমন গিলকে। যে কারণে স্যামসনকে ব্যাটিং অর্ডারের নীচের দিকে নামিয়ে দেওয়া হয়। তবে ভারত টি-২০ সিরিজে অপরাজেয়। দক্ষিণ আফ্রিকাকেও ৩-১ ব্যবধানে হারাল। যে কারণে দলে খুব বড় বদল হবে না।
তবে কাটাছেঁড়া হবে গিলের ফর্ম নিয়ে। এশিয়া কাপ ছাড়াও যিনি অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে খেললেন। ১৫ ইনিংসে তাঁর সর্বোচ্চ রান ৪৭। যা তিনি করেছিলেন এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে। অস্ট্রেলিয়া সফর থেকে তাঁর টি-২০ ম্যাচে রান যথাক্রমে ৩৭ (অপরাজিত), ৫, ১৫, ৪৬, ২৯ (অপরাজিত), ৪, ০ ও ৮। যশস্বী জয়সওয়াল বাইরে অপেক্ষা করছেন। সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টে দুরন্ত ফর্মে থেকে দলকে চ্যাম্পিয়ন করে দলে ঢোকার দাবিদার ঈশান কিষাণও। শুভমনের জন্য তাঁদের উপেক্ষা করা হবে কি না, তা দেখার।
চর্চা চলছে রিঙ্কু নাকি ওয়াশিংটন সুন্দর, কাকে দলে রাখা হবে তা নিয়েও। এশিয়া কাপে রিঙ্কু ছিলেন। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে অলরাউন্ডার ওয়াশিংটনকে প্রাধান্য দেওয়া হয়। শুভমন ও সূর্য - দুজনেই ছন্দ হাতড়ে বেড়াচ্ছেন বলে রিঙ্কুকে দলে রাখা হতে পারে। শোনা যাচ্ছে, দেশের মাটিতে টি-২০ বিশ্বকাপের জন্য তিন স্পিনার রাখা হতে পারে ও একজন বাড়তি ব্যাটার দলে থাকতে পারেন। সেক্ষেত্রে কুলদীপ যাদব, অক্ষর পটেল ও বরুণ চক্রবর্তীকে রেখে রিঙ্কুর দিকে ঝুঁকতে পারেন নির্বাচকেরা। তবে নির্বাচকেরা মনে করছেন যদি হার্দিক পাণ্ড্য ও জিতেশ শর্মা ফিনিশারের ভূমিকা পালন করতে পারেন, তাহলে অলরাউন্ডার ওয়াশিংটনের সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশি।