নিউ ইয়র্ক: কেরিয়ারের শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে নেমেছেন। তাও আবার তিনিই অধিনায়ক। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপভাল শুরু করেও তাঁর নেতৃত্বে দল খেতাব জিততে পারেনি। স্বপ্নভঙ্গ হতে হয়েছিল টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও। কিন্তু এবার আরও একটা সুযোগ রাােহিত শর্মা মরিয়া চেষ্টা করবেন অধিনায়ক হিসেবে একটা বিশ্বকাপ ঘরে তুলতে। যার শুরুটাও দুর্দান্ত করেছে টিম ইন্ডিয়া। আয়ারল্যান্ডের বিরুদ্ধে গ্রুপে নিজেদের প্রথম ম্য়াচেই ৮ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছে তারা। হিটম্যান নিজে অর্ধশতরানও হাঁকিয়েছেন। তবে শুধু ট্রফি জয়ই নয়। বিশ্বকাপের মঞ্চে মাঠে নামার সঙ্গে সঙ্গে নতুন এক লক্ষ্যও স্থির করে ফেলেছেন।


আইসিসির সোশ্য়াল মিডিয়ায় হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে রোহিত বলছেন, ''আমাদের দলে প্রচুর তরুণ মুখ রয়েছে। আমাদের মত যাঁরা সিনিয়ররা রয়েছি দলের সঙ্গে তাঁদের দায়িত্ব এই তরুণ ক্রিকেটারদের সবসময় উদ্বুদ্ধ করা। তাঁদের পাশে থাকা। আমার মনে হয় খেলাটা উপভোগ করা বেশি প্রয়াজন। চাপ অতিরিক্ত নেওয়া উচিত না। নিজেদের সহজাত খেলাটাই খেলা উচিত সবসময়।''


হিটম্য়ান আরও বলেন, ''প্রত্যেক দলে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেল রয়েছে। প্রত্যেক দলের ক্রিকেটাররা তাঁদের সেরাটা দেওয়ার চেষ্টা করেন। আমি এতগুলো বছর ধরে খেলছি। কিন্তু এখনও প্রতিটা ম্য়াচ খেলতে নামার আগের দিন কিছুটা নার্ভাস লাগে। যদিও সেটা ভাল। এটা তখনই হবে, যখন তুমি কিছু অর্জন করতে চাইবে। আমি এতদিন ধরে এই বিষয়টা অনুভব করছি।'' 


২০০৭ সালে ভারতীয় দল মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে যেবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল, সেই দলের সদস্য ছিলেন রোহিত। তখন তিনি নবাগত। কিন্তু বেশ কয়েকটি ম্য়াচে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন। এখনও পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে রোহিত মোট ৯৬৩ রান করেছেন। ৩৪.৩৯ গড় ও ১২৭ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তিনি। মোট ৯টি অর্ধশতরান পূরণ করেছেন। টুর্নামেন্টের ইতিহাসে ভারতের রান সংগ্রাহকদের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছেন হিটম্য়ান। 


গতকাল আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্য়াচ খেলতে নেমে ৮ উইকেট জয় ছিনিয়ে নিয়েছিল টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৯৬ রানে শেষ হয়ে যায় আইরিশদের ইনিংস। হার্দিক ৩ উইকেট নেন, বুমরা ২ উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে ১২.২ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত।