মুম্বই: একমাত্র বিরাট কোহলি ও রোহিত শর্মা ছাড়া বাকিদের জন্য প্রথম। হ্যাঁ, এই প্রথমবার বিশ্বকাপ জয়ের স্বাদ পেলেন সবাই। এর আগে এমন ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী তাঁরা কেউ হননি। বিশ্বজয়ের স্বাদ পাওয়া কি আর চাট্টিখানি কথা। ২০১১ সালে শেষবার। এরপর থেকে ১৩ বছর কেটে গিয়েছে। আরব সাগর দিয়ে কত জল বয়ে গিয়েছে। আজ সেই আরব সাগরের তীরেই গোটা দেশের চোখ। কারণ সেখানেই তো হুডখোলা বাসে বিজয়যাত্রায় সামিল হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতীয় দলরোহিত, বিরাটদের সঙ্গে আছেন দলের বাকি সৈনিকরাও। সূর্যকুমার, হার্দিক, ঋষভ পন্থ প্রত্যেকেই যেন নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছেন না। চারিদিকে থিক থিক করছে ভিড়। 


দিল্লির কর্মসূচি সেরে মুম্বই এসেও বাধায় পড়েছিলেন রোহিতরা। আসলে মুম্বইয়ের রাজপথগুলো এদিন দুপুরের পর থেকেই ট্রাফিক জ্যামে আটকে ছিল। রাস্তায় নেমে এসেছে গোটা মুম্বই ভারতীয় দলকে সাদরে বরণ করে নিতে। প্রত্যেকে জাতীয় পকাতা হাতে মেরিন বিচের সামনে ভিড় বাড়িয়েছিলেন বিকেল থেকেই। কারণ এখান থেকেই ওয়াংখেড়ের উদ্দেশে বিজয়যাত্রা করার কথা ছিল রোহিতদের। প্রথমে বিকেল পাঁচটায় শুরু হওয়ার কথা ছিল এই হুডখোলা বাসে বিজয়যাত্রা। কিন্তু মুম্বই বিমানবন্দর থেকে বেরিয়ে আসতেই দেরি হয়ে যায় রোহিতদের। অবশেষে ৭.৩০টার পর শুরু হয় এই বিজয় যাত্রা। হুডখোলা বাসের ছাদ থেকে মেরিনা বিচের দৃশ্য দেশে অবাক সূর্য, হার্দিকরা। প্রত্যেকেই সেলফি তুলছেন এই ঐতিহাসিক মুহূর্তের। ভারতের জাতীয় পতাকায় মুড়ে আছেন বিরাট কোহলি।


বৃষ্টি হচ্ছে দুপুরের পর থেকেই মুম্বইয়ে। সেই বৃষ্টি উপেক্ষা করেই হাজার হাজার ক্রিকেটপ্রেমীরা। বিশ্বজয়ী দলকে (Indian Cricket Team) দেশে ফিরিয়েছে এয়ার ইন্ডিয়ার (Air India) একটি বিশেষ চার্টার্ড বিমান।- যেটির Call Sign 'AIC24WC'. ২০২৪ সালের টি২০ বিশ্বকাপজয়ীরা আসছেন বলেই (24WC) জোড়া হয়েছে বিমানের সঙ্গে। ওই ফ্লাইট ট্র্যাকিং পোর্টাল তাদের X হ্যান্ডেলে ৩ জুলাই সন্ধে ৬টা ৫০ মিনিটে লিখেছে, 'এখন আমাদের মোস্ট ট্র্যাকড ফ্লাইট- টি২০ বিশ্বকাপজয়ী ভারতীয় দল দেশে ফিরছে।' 


৪ জুলাই ভোরে X হ্যান্ডেলে আরও একটি পোস্ট করে Flight Radar. সেখানে লেখা হয়েছে, 'অন্তত ১৫ ঘণ্টা ধরে আমাদের মোস্ট ট্র্যাকড ফ্লাইট হওয়ার পরে এক ঘণ্টারও কম সময়ে দিল্লিতে নামতে চলেছে বিশ্বজয়ীদের বিমান।' ফ্লাইট ট্র্যাকিং পোর্টালটির ওই ২টি পোস্টই ভাইরাল রয়েছে।