নিউ ইয়র্ক: আচমকাই বৃষ্টি নামল নিউ ইয়র্কে। ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma), রাহুল দ্রাবিড়রা (Rahul Dravid) আটকে পড়েছিলেন। অথচ বুক করা ক্যাব দাঁড়িয়ে রয়েছে। সঙ্গে নেই ছাতাও। তারপর?


অঝোরে বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়লেন রোহিত ও দ্রাবিড়। তারপর দৌড় দৌড় দৌড়...। বৃষ্টিতে কাকভেজা যাতে হতে না হয়, সেই কারণে দৌড় শুরু করলেন ভারতীয় দলের কোচ ও অধিনায়ক। কোনওমতে ট্যাক্সিতে গিয়ে উঠলেন রোহিত ও দ্রাবিড়। তবে ভারতীয় ক্রিকেট দল যেখানে, সেখানে কোনও ভক্ত-সমর্থকের ক্যামেরায় ছবি, ভিডিও উঠবে না, তাও আবার হয় নাকি! অগত্যা, দ্রাবিড় ও রোহিতের বৃষ্টি থেকে বাঁচতে মরিয়া দৌড় আর ট্যাক্সি ধরার ভিডিও ক্যামেরাবন্দি হল। তা ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়। এবং মুহূর্তে সেই ভিডিও ভাইরাল।


এবারের টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) আসর বসছে আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজ়ে। ২ জুন শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী ৫ জুন আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে ম্য়াচ দিয়ে অভিযান শুরু করছে টিম ইন্ডিয়া। তবে ভারতের সবচেয়ে বড় ম্য়াচ আগামী ৯ জুন। সেদিন চিরপ্রতিপক্ষ পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবেন রোহিত শর্মারা। তারপর ১২ জুন মার্কিন যুক্তরাষ্ট্র ও ১৫ জুন কানাডার বিরুদ্ধে ম্যাচ রয়েছে ভারতের।      


 






ভারতীয় দল নিউ ইয়র্কে পৌঁছে গিয়েছে। শুরু হয়ে গিয়েছে প্রস্তুতিও। রোহিত শর্মা, হার্দিক পাণ্ড্যরা জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছেন। তবে বিরাট কোহলি এখনও দলের সঙ্গে যোগ দেননি। তিনি কয়েকদিন বাড়তি ছুটি চেয়ে নিয়েছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে। কোহলির সেই ছুটি মঞ্জুরও করা হয়েছিল।      


 






আরও পড়ুন: বেঙ্গল প্রো টি-২০ লিগ শুরু হচ্ছে কবে? ফাইনাল কোথায়? পূর্ণাঙ্গ সূচি প্রকাশিত


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।