নিউ ইয়র্ক: তাঁকে নিয়ে জল্পনার শেষ ছিল না। আইপিএল (IPL 2024) শেষ হয়ে গিয়েছে। ফাইনালের আগেই তাঁর দল টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল। ভারতীয় দলের বেশিরভাগ ক্রিকেটার আগেই নিউ ইয়র্কে গিয়ে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) প্রস্তুতি শুরু করে দিয়েছেন। যাঁরা আইপিএলের শেষ পর্বে খেলেছেন, তাঁরাও সকলে যোগ দিয়েছেন জাতীয় শিবিরে। হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya) মুম্বই ইন্ডিয়ান্স প্লে অফের লড়াইয়ের আগে ছিটকে গেলেও তিনি ভারতীয় দলে যোগ দিতে দেরি করেছিলেন। তবে সেই হার্দিকও প্রস্তুতিতে নেমে পড়েছেন। কিন্তু তিনি, বিরাট কোহলি (Virat Kohli), ভারতের সেরা ব্যাটিং অস্ত্র কোথায়? টি-২০ বিশ্বকাপ জিততে গেলে কোহলির মেজাজে থাকাটা যে কতটা জরুরি, ভালই জানে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।


অবশেষে ভারতীয় শিবিরে যোগ দিলেন কিংগ কোহলি। যে খবর শুক্রবার জানাজানি হওয়ামাত্র স্বস্তিতে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। যাক, অন্তত দলের সেরা অস্ত্রকে প্রথম ম্যাচের অনেক আগেই পেয়ে গিয়েছে ভারতীয় শিবির।


শুক্রবার নিউ ইয়র্কে ভারতীয় দলে যোগ দেন বিরাট। দলের বাকিদের পাঁচদিন পরে। কেন এত দেরি হল বিরাটের? জানা গিয়েছে, আইপিএলের ধকল কাটাতে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে বাড়তি কয়েকদিন ছুটি চেয়ে নিয়েছিলেন কোহলি। সেই ছুটি মঞ্জুরও করা হয়েছিল। দিন কয়েক আগে মুম্বইয়ে স্ত্রী অনুষ্কা ও প্রাক্তন ফাস্টবোলার জাহির খান ও তাঁর স্ত্রী সাগরিকা ঘাটগের সঙ্গে এক রেস্তোরাঁয় দেখা গিয়েছিল বিরাটকে। বৃহস্পতিবার তাঁকে মুম্বই বিমানবন্দরে দেখা যায়। তিনি মার্কিন মুলুকের বিমান ধরতে গিয়েছিলেন বলেও জানা যায়। তখন থেকেই কোহলি ভক্তেরা অপেক্ষায় ছিলেন, কখন তাঁদের প্রিয় তারকা বিশ্বকাপের দলে যোগ দেবেন। তিনি না এলে বিশ্বকাপের রংই যেন ফিকে।


ভারতীয় ক্রিকেট বোর্ডের এক শীর্ষকর্তা শুক্রবার স্পষ্ট করে বলেছেন, 'বিরাট নিউ ইয়র্কে পৌঁছে গিয়ে টিম হোটেলে চেক ইন করেছে। তবে লম্বা বিমানযাত্রার ধকল কাটাতে আপাতত বিশ্রামে রয়েছে।' শনিবার বিশ্বকাপের আগে একমাত্র ওয়ার্ম আপ ম্যাচ খেলতে নামছে ভারত। প্রতিপক্ষ বাংলাদেশ। সেই ম্যআচে কোহলি খেলবেন কি না, তা নিয়ে সংশয় থাকছে।


আরও পড়ুন: চোখধাঁধানো পরিসংখ্যান, কিন্তু ট্রফি জয়ের স্বাদ পাননি, টি-২০ বিশ্বকাপে কোহলির রেকর্ড কী?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।