নিউ ইয়র্ক: জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2024) নিজেদের অভিযান শুরু করল আফগানিস্তান (Afganistan Cricket Team)। উগান্ডার বিরুদ্ধে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্য়াচে খেলতে নেমেছিল রশিদ খানের (Rashid Khan) দল। ম্য়াচে একপেশে লড়াই হল। প্রথমে ব্যাটিং করতে নেমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৩ রান বোর্ডে তুলে নিল আফগানরা। রান তাড়া করতে নেমে ৫৮ রানের গুটিয়ে গেল উগান্ডা। আফগানদের হয়ে অর্ধশতরান হাঁকালেন ইব্রাহিম জাদরান ও রহমনউল্লাহ গুরবাজ। বল হাতে কেরিয়ারের সেরা বোলিং করলেন ফাজাল্লাক ফারুকি। 


এদিন, টস জিতে প্রথমে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন উগান্ডার অধিনায়ক। ব্যাট হাতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং শুরু করেন গুরবাজ ও জাদরান। কেকেআরের জার্সিতে কিছুদিন আগেই আইপিএল চ্য়াম্পিয়ন হয়েছিলেন গুরবাজ। ব্যাট হাতেও দুরন্ত পারফর্ম করেছিলেন তিনি। চারটি ছক্কা ও চারটি বাউন্ডারির সাহায্যে ৪৫ বলে ৭৬ রানের ইনিংস খেলেন আফগানিস্তানের উইকেট কিপার ব্যাটার। অন্যদিকে ওপেনার জাদরান ৪৬ বলে ৭০ রানের ইনিংস খেলেন। নিজের ইনিংসে ৯টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান। মিডল অর্ডারে সেভাবে কেউ পারফর্ম করতে পারেননি যদিও। নবি ১৪ রান করে অপরাজিত থাকেন ও অধিনায়ক রশিদ ২ রান করে নট আউট থাকেন। একশো আশির গণ্ডি যদিও পেরিয়ে গিয়েছিল আফগানিস্তান। শেষ পর্যন্ত ১৮৩ রান বোর্ডে তুলতে পারে আফগানিস্তান।


 






কিন্তু ব্যাট হাতে একেবারেই মাথায় তুলে দাঁড়াতে পারেননি উগান্ডার ব্যাটাররা। বোর্ডে ২০ রানের গণ্ডি পেরনোর আগেই পাঁচ উগান্ডার ব্যাটার প্যাভিলিয়নের রাস্তা দেখেন। আফগান বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি তারা। সর্বোচ্চ ১৪ রানের ইনিংস খেলেন রবিনসন ওবুয়া। দলের তিন ব্যাটার খাতাই খুলতে পারেনি। 


এবারের টুর্নামেন্টে শুরু থেকেই বেশ কয়েকটি আকর্ষণীয় ম্য়াচ দেখা গিয়েছে। যুক্তরাষ্ট্র যেমন ম্য়াচ জিতে নিয়েছিল কানাডার বিরুদ্ধে। টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার খেলতে নেমেই জয় ছিনিয়ে নিয়েছিল যুক্তরাষ্ট্রের দলটি। এক ইনিংসে ১০টি ছক্কা হাঁকানোর নজির গড়েছিলেন আমেরিকার অ্যারন জোন্স। এমনকী মাত্র ৩-৪ দিন হয়েছে টুর্নামেন্টের। এরমধ্যেই একটি সুপার ওভারও খেলা হয়েছে। সেখানে নামিবিয়া জয় পেয়েছে ওমানের বিরুদ্ধে।