নিউ ইয়র্ক: পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে সুপার ওভারে (Super Over) দুরন্ত জয় যুক্তরাষ্ট্রের (USA)। ওয়াকার ইউনিসের ভাষায় ‘কে ভেবেছিল পাকিস্তানকে এমন দিন দেখতে হবে। অবিশ্বাস্য, অবাস্তব!’ পরপর ২টি ম্যাচ জিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ জমিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। পাকিস্তানের বিরুদ্ধেও বাজিমাত। এতেই বাবর আজমের দলের বিরুদ্ধে বেজায় চটেছেন পাক ক্রিকেট অনুরাগীরা।                                                                                                      


এ নিয়েই সোশাল মিডিয়ায় ক্ষোভ দেখিয়েছেন পাক সমর্থকরা। পাক বংশোদ্ভূত ব্রিটিশ তরুণী তো বলেই ফেললেন- 'এক হি দিল হ্যায়, কিতনি বার তোড়েগে? (একটাই তো হৃদয়, কত বার ভাঙবেন?)। সোশালে পোস্ট হওয়া এই ভিডিও ভাইরাল হয়েছে মুহূর্তে। 






অনেক সমর্থকরাই পাকিস্তানের এই হারে কান্নায় ভেঙে পড়েছেন। এক্স পোস্টে লিখেছেন, 'আমরা জিতি কম, হারি বেশি। কবে আর নিজেদের পারফরম্যান্স দেখাবেন? এখন তো মনে হচ্ছে নিউ ইয়র্ক ঘুরতে এসেছেন পর্যটকদের মতো।'


সোশাল মিডিয়ায় আলোচনা চলছে, পাকিস্তান ক্রিকেটে এটাই সবচেয়ে দুঃখের দিন কি না! কেউ কেউ লজ্জার ব্যাপারটাও টেনে আনছেন।


অধিনায়ক বাবর আজমকেও ছাড়েনি পাক ক্রিকেট সমর্থকরা। সোশাল মিডিয়ায় কটাক্ষের সুরে তাঁরা বলেছেন, পাকিস্তানের ২ আজম। একজন বার্গার খান, আরেকজন বল খান। কেউ কেউ বলেছেন, এমন খেলার অর্থ হল আমেরিকার ঋণ চোকাতে সবভাবে চেষ্টা করছেন পাকিস্তানের প্লেয়াররা। 










আরও পড়ুন, টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে সুপার ওভারে দুরন্ত জয় যুক্তরাষ্ট্রের


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে