নয়াদিল্লি: ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ১১ বছরের খরা কাটিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। দ্বিতীয়বারের জন্য জিতেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024)। বিশ্বজয়ের পরেই ভারতীয় বোর্ডের তরফে ক্রিকেট দলের জন্য ১২৫ কোটি টাকার আর্থিক পুরস্কারের কথা ঘোষণা করা হয়। পুরস্কারমূল্য যেন সকলের মধ্যে সমানভাবে বন্টন করা হয়, সেই নিয়ে সর্বপ্রথম মুখ খুলেছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)।


খবর অনুযায়ী ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত শর্মার বিশ্বজয়ের পুরস্কার হিসাবে পাঁচ কোটি টাকা করে পাওয়ার কথা ছিল। সাপোর্ট স্টাফ, বিশ্বজয়ী ক্রিকেটার থেকে রিজার্ভ দলে থাকা সকলের জন্যই পুরস্কারমূল্য নির্ধারিত ছিল। কিন্তু সকলের মধ্যে মূল্য সমানভাবে বন্টন করার জন্যই সোচ্চার হন কোচ, অধিনায়ক। আগেই শোনা গিয়েছিল কোচ দ্রাবিড় নিজের পাঁচ কোটি টাকার পুরস্কারমূল্যের অর্ধেক আড়াই কোটি টাকাই নিতে রাজি হন। কিন্তু তারও আগে সর্বপ্রথম এই নিয়ে সোচ্চার হন রোহিত।


খবর অনুযায়ী, রোহিত নিজের পুরস্কারমূল্য ছেড়ে দিতেই আগ্রহী ছিলেন যাতে দলের সাপোর্ট স্টাফরা সকলে পুরস্কারমূল্যের সমান ভাগ পান। ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর, ফিল্ডিং কোচ টি দিলীপ, বোলিং কোচ পারস মামব্রের জন্য ২.৫ কোটি বরাদ্দ করা হয়। বোর্ডের তরফে জানানো হয়েছিল যে মূল ১৫ জনের যে দল, সেই দলের প্রত্যেক সদস্যই পাঁচ কোটি টাকা করে পুরস্কার পাবেন। স্যামসন, চাহালরা কোনও ম্য়াচ না খেললেও রোহিত, বিরাটদের মতই সমান অর্থ পুরস্কার পাবেন। বাকি স্টাফেরা পাবেন মাথা পিছু দুই কোটি টাকা করে। যাঁদের মধ্যে রয়েছেন তিনজন ফিজিওথেরাপিস্ট, তিনজন থ্রো ডাউন স্পেশালিস্ট, দুইজন ম্যাসিওর আর স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ সোহম দেশাই। খালি হাতে ফিরতে হচ্ছে না দলের তিন স্ট্যান্ড বাই ক্রিকেটার রিঙ্কু সিংহ, শুভমন গিল ও খলিল আমেদকেও। তাঁরা প্রত্যেকে ১ কোটি টাকা করে পাচ্ছেন। ১ কোটি টাকা করে পাচ্ছেন নির্বাচকদের প্রত্যেকে।


কিন্তু দ্রাবিড় এবং রোহিতদের এই কাণ্ডের পরেই খবর অনুযায়ী বোর্ড নিজেদের নীতি বদল করে প্রত্যেক সাপোর্ট স্টাফদের জন্যই দুই কোটি টাকার পুরস্কারমূল্য ঘোষণা করে। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: হার্দিকের সঙ্গে বিবাহবিচ্ছেদের জল্পনার মাঝেই নেটিজেনদের উদ্দেশে বার্তা নাতাশার!