রাঁচি: দু'বছর পরে ওয়ান ডে বিশ্বকাপে (ODI World Cup) তাঁরা খেলবেন কি না, তা নিয়ে বিস্তর জল্পনা। তবে এবার সেই রো-কো জুটিকে নিয়ে বড় মন্তব্য করলেন ভারতের বোলিং কোচ।

Continues below advertisement

ভারতীয় ক্রিকেট দলের বোলিং কোচ মর্নি মর্কেল মনে করেন যে, রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli) ২০২৭ সালের ওয়ান ডে বিশ্বকাপ খেলতে সম্পূর্ণভাবে সক্ষম। রাঁচিতে ৩০শে নভেম্বর, রবিবার অনুষ্ঠিত হতে চলেছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম ওয়ান ডে ম্যাচ। তার ঠিক আগে এই কথা বলেছেন মর্কেল। উল্লেখ্য, ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজ ৩০শে নভেম্বর শুরু হয়ে ৬ই ডিসেম্বর পর্যন্ত চলবে।

রোহিত ও বিরাট খেলুক বিশ্বকাপে: মর্নি মর্কেল

মর্নি মর্কেল বলেছেন, "বিশ্বকাপ এখনও অনেক দূরে। ওরা দুজনেই অসাধারণ ক্রিকেটার। ওরা যতক্ষণ পরিশ্রম করে ফিটনেস বজায় রাখবে, ততক্ষণ অবশ্যই খেলতে পারে। আমি সবসময় অভিজ্ঞতার উপর ভরসা রেখেছি এবং এমন অভিজ্ঞতা আপনি অন্য কোথাও পাবেন না। ওরা অনেক ট্রফি জিতেছে, জানে বড় টুর্নামেন্টগুলিতে কীভাবে খেলতে হয়। তাই বিশ্বকাপে ওরা অবশ্যই খেলতে পারে।"

Continues below advertisement

মর্কেল আরও জানিয়েছেন যে তিনি নিজে রোহিত এবং বিরাটের বিরুদ্ধে খেলেছেন। মর্কেল বলেছেন, "ওদের বিরুদ্ধে বোলিং করার পর অনেকবার আমার রাতের ঘুম উড়ে গেছে। একজন বোলার হিসাবে আমি জানি ওদের বিরুদ্ধে খেলার জন্য কী স্তরের অনুশীলন দরকার। আমি এই কথা সমর্থন করি যে, রোহিত এবং বিরাটের ২০২৭ সালের বিশ্বকাপে খেলা উচিত।"

ভাল ফর্মে রোহিত

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম ওয়ান ডে ম্যাচ রবিবার, ৩০শে নভেম্বর রাঁচিতে খেলা হবে। দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ ৩রা ডিসেম্বর রায়পুর এবং শেষ ম্যাচটি ৬ই ডিসেম্বর বিশাখাপত্তনমে অনুষ্ঠিত হবে।

রোহিত শর্মা ভাল ফর্মে আছেন, যিনি সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে সেঞ্চুরি করে এসেছেন। এটি তাঁর ODI কেরিয়ারের ৩৩তম সেঞ্চুরি ছিল। অন্যদিকে বিরাট কোহলি লাগাতার ২ ম্যাচে ফ্লপ ছিলেন, কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ওয়ান ডে ম্যাচে অপরাজিত ৭৪ রান করে ভাল ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন।