মুম্বই: গতকাল ভারতীয় ক্রিকেট দলের কোচ (Indian Cricket Team Head Coach) হিসেবে নিযুক্ত হয়েছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। রাহুল দ্রাবিড়ের পরবর্তী হেডকোচ হিসেবে প্রাক্তন ভারতীয় ওপেনারকে বেছে নিয়েছে বিসিসিআই। বোর্ড সচিব জয় শাহ, অফিশিয়াল ঘোষণা করে জানিয়ে দিয়েছেন নিজের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। গতকাল শোনা যাচ্ছিল যে শুধু হেডকোচ নয়, ব্যাটিং ও বোলিং কোচের পদেও বদল আসবে। সেক্ষেত্রে এবার নাম উঠে আসছে বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারতীয় পেসার জাহির খানের। তালিকায় আছেন গম্ভীর জাতীয় দল ও আইপিএলে কেকেআর দলের একসময়ের সতীর্থ লক্ষ্মীপতি বালাজিরও।
উল্লেখ্য, গতকাল হেডকােচের পদে গৌতম গম্ভীর বসার সঙ্গে সঙ্গেই একটি খবর কানাঘুষো শোনা যাচ্ছিল যে বোলিং কোচ হিসেবে বিনয় কুমারকে চাইছিলেন তিনি। কিন্তু বোর্ডের এক সূত্র জানিয়েছে যে বিনয় কুমারকে নিয়ে তাঁদের আগ্রহ নেই। তবে বোর্ডের বৈঠকে জাহির খান ও লক্ষ্মীপতি বালাজিকে নিয়ে আলোচনা হয়েছে। জাহির তাঁর কেরিয়ারে টেস্টে ৯২ ম্য়াচে ৩১১ উইকেট নিয়েছেন। ৩০৯ আন্তর্জাতিক ম্য়াচে ৬১০ উইকেট ঝুলিতে পুরেছেন ক্রিকেটের সব ফর্ম্য়াট মিলিয়ে। বালাজিও ভারতের জার্সিতে আটটি টেস্টে মোট ২৭ উইকেট নিয়েছিলেন। ৩৭.১৮ গড়ে বোলিং করেছেন। ৩০ ওয়ান ডে ম্য়াচে মোট ৩৪ উইকেট নিয়েছিলেন ভারতের ডানহাতি পেসার।
শোনা গিয়েছিল যে গম্ভীরকে কেকেআরে (KKR) রেখে দেওয়ার জন্য তৎপর ছিলেন দলের অন্যতম কর্নধার শাহরুখ খান। শাহরুখ নাকি ব্ল্যাঙ্ক চেকসমেত গম্ভীরের ১০ বছরের চুক্তির প্রস্তাব দিয়েছিলেন। দলের অধিনায়ক হয়ে খেতাব জিতিয়েছিলেন, মেন্টর হিসাবে দায়িত্ব নিয়েই প্রথম মরশুমেই সোনা ফলিয়েছেন। তাঁকে যে নাইট শিবির ধরে রাখতে আগ্রহী হবে, তা বলাই বাহুল্য। তবে গম্ভীর স্পষ্টতই জানিয়েছিলেন, 'জাতীয় দলের কোচিং করার থেকে বড় সৌভাগ্য আর কিছু হতে পারে না।'
সেই লাইনেই গম্ভীরকে বিদায় জানাল কেকেআর। পাশাপাশি আইপিএলজয়ী ফ্র্যাঞ্চাইজির তরফে গম্ভীরের মেন্টর হিসাবে দায়িত্ব নিয়ে ইডেনে পা রাখা থেকে আইপিএল জয়ের এক সুন্দর কোলাজ ভিডিও শেয়ার করেও গুরু গম্ভীরকে কৃতজ্ঞতা জানানো হয়। উল্লেখ্য, আগামী জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে উড়ে যাবে ভারতীয় দল। সেখানেই দলের দায়িত্ব নিয়ে যাবেন গম্ভীর। ভারতের মাটিতে ২০২৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। সেই টুর্নামেন্ট পর্যন্তই গম্ভীরকে দায়িত্ব দেওয়া হযেছে।