মুম্বই: বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে অনেক তারকা ক্রিকেটারই সম্প্রতি চলা দলীপ ট্রফিতে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন। কিন্তু তাঁদের বাইরেও এমন অনেক তরুণ প্লেয়ার আছেন, যাঁদের দিকে নজর রয়েছে সবার। ভারতের সিনিয়র ক্রিকেট দলে ঢুকে পড়ার জন্য যাঁরা তাঁদের দাবি জোরালো করছেন। এক নজরে দেখে নেওয়া যাক সেই পাঁচ ক্রিকেটারকে -


মুশির খান


অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলের হয়ে খেলা মুশির খান এই তালিকায় সবর ওপরে রয়েছেন। স্পিন অলরাউন্ডার মুশির খান ২০২৪ সালের দলীপ ট্রফিতে ইন্ডিয়া-বি দলের হয়ে খেলছেন। ভারতীয় এ দলের শক্তিশালী বোলিং আক্রমণের বিরুদ্ধে ১৮১ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলে মুশির তালিকায় প্রথম স্থানে উঠে এসেছেন। মুশিরের প্রতিভা দেখে মনে করা হচ্ছে তিনি ভবিষ্যতে টিম ইন্ডিয়ার সুপারস্টার হতে পারেন। ১৯ বছর বয়সী মুশির ঘরোয়া ক্রিকেটে ক্রমাগত শক্তিশালী ব্যাটিং করছেন। তিনি সম্পর্কে সরফরাজ খানের ভাই।


যশ দয়াল


আইপিএলে নিজের প্রতিভা দেখিয়েছেন বাঁহাতি ফাস্ট বোলার যশ দয়াল। তবে লাল বলের ফর্ম্য়াটে যশ দয়াল আরও বেশি বিপজ্জনক প্রমাণিত হয়েছেন। উত্তরপ্রদেশের যশ দয়াল ২০২৪ সালের দলীপ ট্রফিতে ভারত-বি দলের হয়ে খেলছেন। প্রথম রাউন্ডের ম্যাচে ৪ উইকেট নিয়েছেন যশ।


তনুষ কোটিয়ান


স্পিন অলরাউন্ডার তনুশ কোটিয়ান রয়েছেন এই তালিকায়। ঘরোয়া ক্রিকেটে তিনিও বেশ নজর কেড়েছেন। ব্যাটিং, বোলিং দুটো বিভাগেই নিজের জাত চিনিয়েছেন। ব্যাট হাতে বড় শটও খেলতে পারেন তিনি। কোটিয়ান একজন পরিণত অলরাউন্ডার। তিনি আগামী সময়ে টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজার জায়গা নিতে পারেন। কোটিয়ান দলীপ ট্রফিতে ভারত এ দলের একটি অংশ।


হর্ষিত রানা


কেকেআরের জার্সিতে গত আইপিএলে দুর্দান্ত পারফর্ম করেছেন হর্ষিত রানা। দুটো দিকেই বল স্যুইং করাতে ওস্তাদ রানা। আইপিএলে বিস্ফোরক পারফরম্যান্সের পর হর্ষিত রানা দেশের হয়ে সাদা বলের ফরম্যাটে খেলার সুযোগ পেয়েছেন। রানা বিস্ময়কর প্রতিভার অধিকারী। দলীপ ট্রফিতে চার উইকেট নিয়েছেন এখনও পর্যন্ত প্রথম রাউন্ডের শেষে। 


অভিষেক পোড়েল


উইকেটরক্ষক ব্যাটার অভিষেক পোড়েল রয়েছেন এই তালিকায়। আইপিএল  ২০২৪ সালে তাঁর বিস্ফোরক ব্যাটিং দিয়ে লাইমলাইটে এসেছিলেন। তিনি দলীপ ট্রফিতে ভারত 'সি' দলের অংশ। প্রথম রাউন্ডের ম্যাচে পোড়েল ৩৪ ও অপরাজিত ৩৫ রানের ইনিংস খেলেন। ভবিষ্যতে, বাঁহাতি উইকেট কিপার ব্যাটার হয়ে উঠতে পারেন দেশের পরবর্তী সময়ের তরুণ উইকেট কিপার ব্য়াটার।