বেঙ্গালুরু: বল হাতে দুই ইনিংস মিলিয়ে নিয়েছিলেন মোট নয় উইকেট। ব্যাট হাতেও যেখানে শুভমন গিল, ময়ঙ্ক আগরওয়াল, ধ্রুব জুরেলরা পারলেন না, সেখানে শতাধিক স্ট্রাইক রেটে ৪৩ রান করলেন আকাশ দীপ (Akash Deep)। তবে বাংলার তারকা ক্রিকেটারের এই অনবদ্য লড়াই সত্ত্বেও খালি হাতেই মাঠ ছাড়তে হল তাঁর দলকে। দলীপ ট্রফিতে (Duleep Trophy) ইন্ডিয়া 'এ'-কে ৭৬ রানে হারাল ইন্ডিয়া 'বি' (IND A vs IND B)। 


ম্যাচের শেষ দিনের প্রথম সেশনে ১৮৪ রানেই অল আউট হয়ে যায় ইন্ডিয়া 'বি'। নভদীপ সাইনিকে আউট করে নিজের পাঁচ উইকেট পূর্ণ করেন আকাশ দীপ। অপর উইকেটটি নেন খলিল আমেদ। তবে ততক্ষণে ২৭৪ রানের লিড নিয়ে নিয়েছে অভিমন্যু ঈশ্বরণের নেতৃত্বাধীন ইন্ডিয়া 'বি'। ইন্ডিয়া 'এ'-র সামনে ২৭৫ রানের লক্ষ্যমাত্রা দাঁড়ায়। চতুর্থ ইনিংসে এই রান করাটা বেশ চ্যালেঞ্জিংই ছিল। তবে শুভমন গিল, ময়ঙ্ক আগরওয়াল, কেএল রাহুলদের নিয়ে তৈরি ইন্ডিয়া 'এ'-র ব্যাটিং লাইন আপের পক্ষে এই রান করাটা একেবারেই অসম্ভব কিছু ছিল না।


তবে ম্যাচের দ্বিতীয় ওভারেই যশ দয়ালের বলে মাত্র তিন রান করে সাজঘরে ফেরেন ময়ঙ্ক। নিজের ২৫তম জন্মদিনে শুভমনও বড় রান পাননি। নভদীপ সাইনির বলে ২১ রানে সাজঘরে ফিরতে হয় তাঁকে। রিয়ান পরাগ ও কেএল রাহুলের কাঁধে ইনিংস এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব পড়ে। রাহুল যেখানে দেখেশুনে এগোচ্ছিলেন, সেখানে রিয়ান দুরন্ত আগ্রাসী ব্যাটিং করেন। তবে ১৮ বলেই ৩১ রানেই সাজঘরে ফিরতে হয় তাঁকে। ধ্রুব জুরেল, শিবম দুবেদের নিয়ে তৈরি দলের মিডল অর্ডার ব্যর্থ। রাহুলও লড়াকু হাফসেঞ্চুরি করে ফেরেন সাজঘরে।


দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া ইন্ডিয়া 'এ'-র হয়ে পাল্টা লড়াই চালান আকাশ দীপ। তবে মুশির খানের বুদ্ধিদীপ্ত ফিল্ডিংয়ে তিনি রান আউট হতেই ১৯৮ রানে শেষ হয় ইন্ডিয়া 'এ'-র ইনিংস। ইন্ডিয়া 'বি'-র ফাস্ট বোলাররা দারুণ বোলিং করে দলের জয় সুনিশ্চিত করেন। যশ দয়াল তিন, নভদীপ ও মুকেশ কুমার দুইটি করে উইকেট নেন।  


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: মানব সুতারের দুরন্ত বোলিং, চ্যালেঞ্জিং পিচে রুতুরাজদের পরিপক্ক ব্যাটিংয়ে দলীপে জয় ইন্ডিয়া সি-র