নয়াদিল্লি: পাকিস্তানের বিরুদ্ধে পাকিস্তানেরই মাটিতে ঐতিহাসিক সিরিজ় জয়। শান মাসুদদের হোয়াইটওয়াশ করার পর বাংলাদেশের (Bangladesh Cricket Team) সামনে পরবর্তী চ্যালেঞ্জ টিম ইন্ডিয়া (IND vs BAN)। ১৯ সেপ্টেম্বর থেকে ভারতের মাটিতে রোহিত শর্মাদের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ় খেলবে বাংলাদেশ। সেই সিরিজ়ের আগেই বাংলাদেশ দল আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছে।
বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (Najmul Hossain Shanto) মনে করছেন তাঁর দল পাকিস্তানের বিরুদ্ধে যেমন পারফর্ম করেছে, সেই স্তর বজায় রাখতে পারলে, দলের সাফল্য আসবেই। 'এ ধরনের সিরিজ় জয় যে কোনও ক্রিকেটারেরই আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। দল মানসিকভাবে আরও শক্তিশালী হবে। ভারতের বিরুদ্ধে সিরিজ়টা তো নিঃসন্দেহে চ্যালেঞ্জিং হবে। আমাদের নতুন পরিকল্পনা সাজিয়ে মাঠে নামতে হবে। তবে আমরা নিজেদের সেরাটা দিলে আমার মনে হয় দল ভাল ফলাফলই করবে।'
বর্তমানে ভারত, অস্ট্রেলিয়া ও নিউজ়িল্য়ান্ডের পরে টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের তালিকায় চার নম্বরে রয়েছে বাংলাদেশ। শান্তদের পরবর্তী দুই প্রতিপক্ষ যথাক্রমে টিম ইন্ডিয়া ও দক্ষিণ আফ্রিকা। এই দুই দেশের বিরুদ্ধেই এখনও লাল বলের ক্রিকেটে বাংলাদেশের জয় অধরা রয়েছে। তবে বাংলাদেশ অধিনায়ক মনে করছেন দলের ইতিবাচক মনোভাব পারফরম্যান্সেও প্রভাব ফেলছে এবং তাঁরা বিশ্বের যে কোনও দলকে হারাতে সক্ষম।
'আমরা প্রতিটি ম্যাচ জিততে পারি, এই মনোভাব নিয়েই মাঠে নামি। তবে মনোবল বাড়ানোর জন্য উদাহরণস্বরূপ একটা বড় জয় প্রয়োজন ছিল এবং এই সিরিজ়ে আমরা সেটা করে দেখিয়েছি। আমরা জানি এভাবেই খেললে, নিজেদের সেরাটা দিলে আমরা যে কোনও দলকেই হারাতে পারি। অবশ্য ফলাফলের কথা অত্যাধিক পরিমাণে না ভেবে আমরা বর্তমানে নিজেদের যা করণীয়, সেটাই করছি। আমি নিশ্চিত যে আমরা পরবর্তী দুই সিরিজ়ে ভাল পারফর্ম করব।' বলেন শান্ত।
দলের এই পরিবর্তন এবং উন্নতির জন্য কোচ চামিকা হাতুরুসিংহেকেও কৃতজ্ঞতা জানিয়েছেন ওপার বাংলার ক্রিকেট দলের নেতা। চামিকা যে ভাবে সকলের পাশে থাকেন, তা দলকে ভাল পারফর্ম করতে এবং একত্রিত হয়ে জয়ের লক্ষ্যে ঝাঁপাতে উদ্বুদ্ধ করছে বলে মত শান্তর।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: মানব সুতারের দুরন্ত বোলিং, চ্যালেঞ্জিং পিচে রুতুরাজদের পরিপক্ক ব্যাটিংয়ে দলীপে জয় ইন্ডিয়া সি-র