মুম্বই: শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের পর লম্বা বিশ্রাম। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজ। ২ ম্য়াচের টেস্ট সিরিজ খেলতে নামবে ভারত। কিন্তু এবার সূত্রের খবর, এই টেস্ট সিরিজে ভারতীয় দল পাবে না যশপ্রীত বুমরাকে। তাঁকে বিশ্রাম দেওয়ার সিদ্দান্ত নেওয়া হয়েছে। কিন্তু তারই সঙ্গে একজন বাঁহাতি বোলারকে খুঁজছেন ভারতীয় নির্বাচকরা। এই পরিস্থিতিতে অর্শদীপ সিংহ ও খলিল আহমেদের মত কোনও এক প্লেয়ারকে চলে নিতে চাইছে বিসিসিআই।
কিন্তু এখন প্রশ্ন হল বুমরা দেশের জার্সিতে ফের কবে ফিরছেন? সূত্রের খবর, আগামী নিউজিল্যান্ড সিরিজ থেকে হয়ত ফের মাঠে ফিরবেন তারকা ডানহাতি পেসার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবে ভারতীয় ক্রিকেট দল। দু দলের মধ্যে তিনটি টেস্ট ম্য়াচ খেলা হবে। আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হতে চলেছে ভারত বনাম নিউজিল্যান্ড টেস্ট সিরিজ। বেঙ্গালুরুতে হবে প্রথম টেস্ট। পুণেতে শুরু হবে দ্বিতীয় টেস্ট।
এদিকে, বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে দলীপ ট্রফি খেলছেন অনেক তারকা ক্রিকেটার। এবার আর জোনাল ফর্ম্যাটে নয়, দলীপ ট্রফির জন্য অজিত আগরকরের নেতৃত্বাধীন চারটি দল বেছে নেবে - ইন্ডিয়া এ, ইন্ডিয়া বি, ইন্ডিয়া সি ও ইন্ডিয়া ডি। দলীপ ট্রফি হওয়ার কথা ছিল অন্ধ্র প্রদেশের অনন্তপুরে। তবে বিমান পরিষেবা না থাকায় এবং তারকা ক্রিকেটারেরা খেলার মনস্থ করায় টুর্নামেন্টের একটা অংশ করা হতে পারে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে।
দলীপ ট্রফিতে স্কোয়াডে বিরাট, রোহিত শর্মাকে রাখা হয়নি। কিন্তু শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, শুভমন গিলরা যাঁরা জাতীয় দলের নিয়মিত সদস্য তাঁরা আছেন। কে এল রাহুল ও ঋষভ পন্থও দলীপ ট্রফি খেলবেন। কিন্তু বিরাট ও রোহিতকে কেন রাখা হল না। সেক্ষেত্রে জয় শাহ জানিয়েছেন, তাঁরা দুজনেই হয়ত ঘরোয়া ক্রিকেট এই মুহূর্তে খেলতে চাননি। বিরাট এই মুহূর্তে ছুটি কাটাচ্চেন দেশের বাইরে। রোহিত শর্মাও পরিবারকে সময় দিচ্ছেন। বিসিসিআই সচিব জানিয়েছেন, ''বিরাট ও রোহিত খেলছে না। তবে ওঁরা ছাড়া বাকিরা সবাই খেলছে। যার প্রশংসা করা উচিত। ঈশান কিষাণ ও শ্রেয়স আইয়ার বুচিবাবু টুর্নামেন্টে খেলছে। বিরাট ও রোহিত যে পর্যায়ের ক্রিকেটার ওঁদের তো কখনও জোর করতে পারি না আমরা। চোটের বিষয়ও মাথায় রাখতে হয়। এছাড়াও বিদেশেও অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মত দেশেও আন্তর্জাতিক পর্যায়ে খেলা ক্রিকেটাররা সবসময়ই ঘরোয়া ক্রিকেট খেলেন না।''