কলকাতা: ছয় বছরের অপেক্ষার পরে ইডেন গার্ডেন্সে টেস্ট ক্রিকেটের প্রত্যাবর্তন ঘটেছিল। সেই প্রত্যাবর্তন ম্যাচের প্রথম দিনই ভারত ও দক্ষিণ আফ্রিকার ধুন্ধুমার লড়াই দেখতে মাঠে হাজির হয়েছিলেন কাতারে কাতারে সমর্থক। তবে এই ম্যাচেই প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমার (Temba Bavuma) উদ্দেশে যশপ্রীত বুমরার (Jasprit Bumrah) করা এক মন্তব্য নিয়ে চারিদিকে তোলপাড়।
বুমরা ত্রয়োদশ ওভারের শেষ বলটি করতেই তা আছড়ে পড়ে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমার প্যাডে। তেম্বা তখন সবে ক্রিজে নেমেছেন। কোনও রান করেননি। এবং বুমরার বলে প্রবল অস্বস্তিতে দেখাচ্ছে তাঁকে। ঘণ্টায় ১৪১ কিলোমিটার গতির বলটি বাভুমার পিছনের পায়ের প্যাডে লাগতেই এলবিডব্লিউয়ের জোরাল আবেদন করেন বুমরা, পন্থ সহ ভারতের ক্রিকেটারেরা। তবে আম্পায়ার সেই আবেদন খারিজ করে দেন। বেঁচে যান বাভুমা।
ভারতীয় দল এই সময়েই ডিআরএস নেবে কি না, সেই নিয়ে বোলার বুমরা, কিপার ঋষভ পন্থের মধ্য আলোচনা শুরু হয়। স্টাম্প মাইক্রোফোনে বুমরা ও পন্থের কথোপকথনটি শোনা যায়। এমনিতে কোনও ব্যাটারের থাইয়ে বল লাগা মানে সেটি স্টাম্পের ওপর দিয়ে বেরিয়ে যাবে, সেটাই প্রত্যাশিত। কিন্তু বাভুমার উচ্চতা কম হওয়ায় বলটি স্টাম্পে লাগতেও পারত, মত বুমরার। পন্থের উদ্দেশে বুমরাকে বলতে শোনা যায়, 'বওনা ভি তো হ্যায় ইয়ে।' যার বাংলা অনুবাদ করলে দাঁড়ায়, 'এ তো বামুনও।' পন্থ বলেন, 'বামুন, কিন্তু বলটা লেগেছে পায়ের অনেক ওপরে।' শেষমেশ ভারত রিভিউ নেয়নি।
তবে কিছু মহলে দাবি করেন বুমরার এই মন্তব্যে প্রোটিয়া অধিনায়ককে 'বডি শেম' করা হচ্ছে। এই নিয়ে এবার দক্ষিণ আফ্রিকা ম্যানেজমেন্ট মুখ খুলল। দিনের খেলা শেষে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স (Ashwell Prince) এই বিতর্ক থেকে নিজেদের দূরেই সরিয়ে নিলেন। সাংবাদিক সম্মেলনে তাঁকে বলতে শোনা যায়, 'এই নিয়ে আর কোনও চর্চা হবে না। এই প্রথমবারই আমি এই বিষয়টি জানতে পারলাম। আমার মনে হয় না মাঠের মাঝে যা হয়েছে, তা নিয়ে আর কোনওরকম কোনও সমস্যা হবে।'
এই ম্যাচে বাভুমা নিজের পেশি চোট সারিয়ে মাঠে ফিরেছিলেন। তবে রানে ফিরলেন না তিনি। তাঁর সংগ্রহ মাত্র তিন। বুমরার ওভারে এই ঘটনা ঘটার দুই ওভার পরেই কুলদীপ যাদবের বলে লেগ স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান প্রোটিয়া অধিনায়ক।