নয়াদিল্লি: উত্তরপ্রদেশের ক্রিকেটার বিপরাজ নিগমকে (Vipraj Nigam) অনেকেই আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে দেখেছেন। এবার সেই বিপরাজ নিগমই হেনস্থার শিকার হলেন। এক মহিলার বিরুদ্ধে উত্তরপ্রদেশের বারাবাঁকি জেলার কোতওয়ালি নগর পুলিশ স্টেশনে একটি মহিলার বিরুদ্ধে হেনস্থা এবং হুমকি দেওয়ায় অভিযোগ দায়ের করলেন বিপরাজ।

Continues below advertisement

বিপরাজ জানান একটি মোবাইল নম্বর থেকে বারংবার তাঁকে ফোন করে বিরক্ত করা হচ্ছিল । সেই নম্বর ব্লক করে দেওয়ার পরে বিবিধ বিদেশি নম্বর থেকে তাঁর ফোনে ফোন আসতে শুরু করে। বিপরাজ জানান ওই ফোনগুলিতে এক মহিলা তাঁর দাবি দাওয়া না মেটালে বিপরাজকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিতে থাকেন।

বিপরাজের দাবি ওই মহিলা অন্যায্য দাবি দাওয়া মেনে নেওয়ার কথা জানান এবং তার অন্যথা করলে এক ভিডিও প্রকাশ করে তাঁকে বদনাম করার হুমকিও দেন। বিপরাজ জানান এই হেনস্থা তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করেছে এবং তাঁর কেরিয়ারেও প্রভাব ফেলেছে। ফলত বাধ্য হয়েই তিনি পুলিশের সাহায্য চাইতে থানায় ছোটেন। পুলিশের তরফেও এই ঘটনায় এফআইআর দায়ের হওয়া এবং তদন্ত শুরু করার কথা মেনে নেওয়া হয়েছে। পুলিশের তরফে আরও জানানো হয় ওই ফোনগুলির তথ্য এবং বিভিন্ন ডিজিটাল প্রমাণগুলি খতিয়ে দেখা হচ্ছে ।

Continues below advertisement

অপরদিকে, ওই অভিযুক্ত মহিলা আবার বিপরাজের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছেন বলে রিপোর্টে দাবি করা হচ্ছে। মহিলাটি জানান বিপরাজ নাকি নিজে থেকেই তাঁকে ফোন করে নয়ডার ১৩৫ নম্বর সেক্টরে এক হোটেলে তাঁকে দেখা করতে ডাকেন। বিপরাজের অনুরোধেই সেই মহিলা সন্ধে ছয়টা থেকে রাত নয়টা অবধি থাকেন। ওই সাক্ষাৎকারে তাঁরা শারীরিকভাবে মিলিত হন বটে, কিন্তু দুইজনের মধ্যে বিবাদও বাঁধে। মহিলাটির দাবি বিপরাজ তাঁকে বিয়ে করবেন না বলে সাফ জানিয়ে দিয়ে তাঁকে ব্লক করার হুমকি দেন।

এই ঝগড়া, ঝামেলা আরও তীব্র হলে বিপরাজ তাঁকে হোটেলের ঘর থেকে ঠেলে বের করে দেন বলেও দাবি করেন ওই অভিযুক্ত মহিলা। তিনি আরও দাবি করেন বিপরাজের মায়ের সঙ্গে এবং বিপরাজের সঙ্গে তাঁর কথোপকথন একাধিক ভয়েস রেকর্ড রয়েছে, যা তাঁর সততার প্রমাণ দেয়। এর পাশাপাশি বিপরাজ তাঁর বিরুদ্ধে যে হেনস্থার অভিযোগ করেছেন, সেটাও সম্পূর্ণ মিথ্যে বলেই জানান ওই মহিলা।