নয়াদিল্লি: আর মাসখানেকও বাকি নেই। ২ জুন (ভারতীয় সময় অনুযায়ী) থেকেই শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) মহারণ। যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ়ে যুগ্মভাবে আয়োজিত এই বিশ্বকাপ ঘিরে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। এরই মাঝে এক উদ্বেগজনক খবর সামনে এসেছে।


খবর অনুযায়ী, পূর্ব পাকিস্তান থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক দেশ ওয়েস্ট ইন্ডিজ়ের কাছে একটি হুমকি ফোন এসেছে। তবে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ় প্রধান জনি গ্রেভস সমস্ত স্টেক হোল্ডারদের নিশ্চিত করেছেন যে চিন্তা করার কিছু নেই। তিনি গোটা পরিস্থিতিটা খতিয়ে দেখছেন এবং নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রয়োজনীয় সমস্তরকম পদক্ষেপ নেওয়া হবে। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ়ের তরফে এক বিবৃতিতে জানানো হয়, 'আমি সমস্ত স্টেকহোল্ডারদের জানাতে চাই যে বিশ্বকাপে উপস্থিত সকলের নিরাপত্তা এবং সুরক্ষা আমাদের সর্বপ্রথম দায়িত্ব। আমরা কড়া নিরাপত্তার বন্দোবস্ত করেছি।' 


আইসিসির তরফে এই বিষয়ে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, 'আয়োজক দেশ এবং শহরগুলির আয়োজকদের সঙ্গে আমরা কাজ করি। পরিবেশ, পরিস্থিতি সবটা খতিয়ে দেখে আমাদের টুর্নামেন্টের সম্পূর্ণ সুরক্ষা নিশ্চিত করা হয়।' প্রসঙ্গত, বিশ্বকাপের জন্য ভারতীয় দলের ঘোষণা হয়ে গেলেও বিশ্বকাপের জার্সি প্রকাশিত হয়নি।


বিশ্বকাপের জন্য় সবদেশগুলিই নিজেদের দল ঘোষণা করে দিয়েছে। ভারতীয় দলেরও ১৫ জনের প্রাথমিকদল এবং চারজনের রিজার্ভ ক্রিকেটারের নাম ঘোষণা করে দেওয়া হয়েছে। তবে মেগা টুর্নামেন্টে ভারতীয় দল কোন জার্সি পরে মাঠে নামবে, সেটা এখনও সরকারিভাবে প্রকাশ্যে আসেনি। তবে এবার সোশ্যাল মিডিয়ায় ভারতের বিশ্বকাপের সম্ভাব্য জার্সি ফাঁস হয়ে গেল। সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেরানো সেই জার্সির হাতল গেরুয়া কলারে তেরঙ্গা রং দেখা যাচ্ছে। আর জার্সির প্রাথমিক রং নীলের মধ্যে কিছু নকশা করা। নেটিজেনরা এই জার্সি দেখে নিজেদের প্রতিক্রিয়াও ব্যক্ত করেছেন।


 



 


ভারতীয় দল এই বিশ্বকাপে নিজেদের ১১ বছরের আইসিসি ট্রফি জয়ের অপেক্ষা শেষ করতে পারে কি না এখন সেটাই দেখার বিষয়।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: জোড়া সুখবর, প্যারিস অলিম্পিক্সের টিকিট পেল ভারতীয় পুরুষ এবং মহিলা রিলে দল