লন্ডন: সদ্যই ভারতকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল জিতেছে অস্ট্রেলিয়ান ক্রিকেট দল (Australian Cricket Team)। এবার তাঁদের সামনে পরবর্তী চ্যালেঞ্জ তাঁদের চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড। অ্যাশেজ (The Ashes) সিরিজের মাধ্যমেই ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেল শুরু হচ্ছে। সদ্য টেস্টের বেস্ট হওয়া দলের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে লাল বলের ক্রিকেটে আলোড়ন ফেলে দেওয়া ইংল্যান্ডের (England Cricket Team) কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্পূর্ণ সম্ভাবনা রয়েছে।
২০২১-২২ মরশুমে অজিভূমে শেষবার দুই দল একে অপরের মুখোমুখি হয়েছিল। সেই গোটা সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াইটুকু করতে পারেনি ইংল্যান্ড। ৪-০ ব্য়বধানে টেস্ট সিরিজ খুইয়েছিলেন জস বাটলার। তবে ইংল্যান্ডের মাটিতে আবার দুই দশকেরও অধিক সময় ধরে অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ জিততে ব্যর্থ হয়েছে। ২০০১ সালে শেষবার অস্ট্রেলিয়া ইংল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ডের মাটিতে জয় পেয়েছিল। তাই দুই দলই কিন্তু বাড়তি উদ্দীপনা নিয়ে মাঠে নামবে।
সম্পূর্ণ সূচি
১৬ থেকে ২০ জুন- প্রথম টেস্ট- এজবাস্টান
২৮ জুন থেকে ২ জুলাই- দ্বিতীয় টেস্ট- লর্ডস
৬ জুলাই থেকে ১০ জুলাই- তৃতীয় টেস্ট- হেডিংলি
১৯ জুলাই থেকে ২৩ জুলাই- চতুর্থ টেস্ট- ওল্ড ট্রাফোর্ড
২৭ জুলাই থেকে ৩১ জুলাই- পঞ্চম টেস্ট- দ্য ওভাল
কখন ম্যাচ?
প্রতিটি টেস্ট ম্য়াচই ভারতীয় সময় অনুযায়ী দুপুর ৩.৩০ থেকে শুরু হবে।
কোথায় দেখাবে খেলা?
সোনি স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে এই সিরিজটি দেখা যাবে।
অনলাইনে কী ভাবে দেখবেন ম্যাচ?
অনলাইনে লোনি লিভ অ্যাপে দেখা যাবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই।
ইংল্যান্ডের একাদশ
অ্যাশেজের প্রথম টেস্টের জন্য় প্রথম একাদশ ঘোষণা করল ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। এজবাস্টনে প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। মূলত তিন পেসার নিয়েই আক্রমণে নামতে চলেছে ইংল্যান্ড শিবির। স্টুয়ার্ট ব্রড, জেমন অ্য়ান্ডারসন ও ওলি রবিনসনকে একাদশে রাখা হয়েছে। তবে বাদ দিয়েছেন মার্ক উড। উইকেট কিপার ব্যাটার হিসেবে খেলবেন জনি বেয়ারস্টো। মঈন আলি স্পিনার অলরাউন্ডার হিসেবে দলে ফিরে এসেছেন। চোটের জন্য ওলি স্টোন ও জোফ্রা আর্চারকে পাচ্ছে না ইংল্যান্ড ব্রিগেড। আয়ারল্যান্ডের বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়েছিলেন জশ টাং। তিনিও দলের বাইরে রয়েছেন। ম্যাথু পটসও সুযোগ পাননি। ইংল্য়ান্ড অধিনায়ক স্টোকসের তরফে জানানো হয়েছে যে ২০২১-২৩ টেস্ট চ্য়াম্পিয়নশিপে যে তিন পেসার ইংল্যান্ডের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছিলেন, তাদেরই প্রাধান্য দেওয়া হয়েছে।
এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: ডায়াবেটিস ও প্রি-ডায়াবেটিসের মধ্যে পার্থক্য কী ? প্রতিরোধের উপায় কী ?